সৌদি আরব, কুয়েত, কাতারে নিষিদ্ধ অক্ষয়ের 'বেল বটম'





সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বেল বটম। করোনা সংক্রমণের জেরে বহুদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। আর সিনেমা হল খোলার পরেই প্রথম বেলবটম সিনেমাটি মুক্তি পায় সিনেমা হলে। সমালোচক থেকে দর্শক, সকলের কাছেই বেশ প্রশংসিত ছবিটি। ১৯ অগাস্ট সিনেমা হলে মুক্তি পায় ছবিটি।




ছবিটিতে ঐতিহাসিক তথ্যের পরিবর্তন করার অভিযোগে সৌদি আরব, কুয়েত ও কাতার এই তিন দেশে নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি। বিভিন্ন অনলাইন সংস্থার রিপোর্ট অনুযায়ী, সৌদি আরব, কুয়েত এবং কাতার, এই তিন দেশের ফিল্ম সার্টিফিকেশন অথরিটি ছবিটির স্ক্রিনিং বন্ধ করে দিয়েছেন।




প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর আমলে ভারতে লাগাতার প্লেন হাইজ্যাকের ঘটনাগুলির ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে সিনেমাটি। সৌদি আরব, কুয়েত এবং কাতারের অভিযোগ যে ঐতিহাসিক তথ্য বিকৃতি করা হয়েছে ছবিতে।