রাজ‍্যের যেকোনো প্রান্ত থেকেই করা যাবে রেশন-আধার লিঙ্ক 






রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করানো যাবে, নির্দেশিকা জারি এমনটাই জানালো রাজ্য সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঠিকানা যা-ই থাকুক না কেন, গ্রাহক যে কোনও জায়গা থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে পারবেন।




ইতিমধ‍্যে দেশজুড়ে শুরু হয়েছে 'ওয়ান রেশন ওয়ান নেশন'। কেন্দ্রের এই প্রকল্পের আওতায় রেশন হোল্ডার দেশের যেকোনো প্রান্ত থেকে রেশন নিতে পারবে। প্রথমে রাজ‍্য সরকার এই প্রকল্পে অনুমোদন না দিলেও পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ‍্য সরকারও 'ওয়ান রেশন ওয়ান নেশন'-এ সায় দেয়।




এই মুহূর্তে, এরাজ্যে ১০ কোটি ৩২ লক্ষ রেশন গ্রাহক আছেন। তাঁদের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন ৬ কোটি ৪৭ লক্ষ জন। প্রশাসন সূত্রে খবর, ত্রুটি কিম্বা ব্যবহার না করায় প্রায় ১৬ লক্ষ রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।




ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় যাদের রেশন কার্ড আছে, তাঁরাও এই প্রকল্পের আওতায় মাসে পঞ্চাশ শতাংশ করে দু-বার রেশন তুলতে পারবেন তাঁরা। এবার যে কোনও জায়গা থেকেই মিলবে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার সুবিধা।