হলুদ বডিকিনিতে নজরকাড়া লুক নোরার-মজেছে নেট দুনিয়া 


nora fatehi



ইতিমধ্যে নিজের নাচের তালে সমগ্র বিশ্বকে নাচিয়েছে নোরা, তবে শুধু নাচ নয় ফ্যাশেনেও কম জাননা কানাডিয়ান নৃত্যশিল্পী- (যদিও নিজেকে ভারতীয় মনে করেন) নোরা ফাতেহি (nora fatehi)। তাঁর সৌন্দর্যনিয়ে ভক্তকূল সর্বদাই ব্যাকুল। 

সম্প্রতি  টরন্টো (Toronto Down Town) থেকে হলুদ বডিকিন পরিহিত একটি ছবি ইন্সটাতে শেয়ার করে আবার সমালোচনার কেন্দ্রতে এসেছেন নোরা। হলিউড অভিনেত্রী কিম কার্ডাশিয়ানের (kim kardashian) সাথেও অনেকে মিল খুঁজে পেয়েছেন নোরার।

nora fatehi


আকর্ষণীয় এই পোশাকে একটি স্কুপড নেকলাইন,স্ট্র্যাপি স্লিভস, থাই-হাই ব্যাক স্লিট ছিল। পোশাকটি সামগ্রিকভাবে একটা নি-লেংথ ড্রেস যা নোরার কার্ভসগুলিকে ভীষণমাত্রায় হাইলাইট করেছে।


নোরা ফাতেহির জন্ম ৬ ফেব্রুয়ারি ১৯৯২, এক মরোক্কান-কানাডিয়ান পরিবারে। তার বেড়ে ওঠা কানাডায়। তবে রোয়ার টাইগার্স অব দ্য সুন্দরবনস সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে ভারতীয় চলচ্চিত্রে যাত্রা শুরু । এরপর টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তার শীর্ষে পৌছায়। সম্প্রতি ভূজ সিনেমায় তাঁর নাচ এবং অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে।