prepaid electricity- কেন্দ্র সরকারের  আর এক বৈপ্লবিক সিদ্ধান্ত, কতটা উপকৃত হবেন? 

prepaid electricity



বিভিন্ন ক্ষেত্রেই পরিবর্তন আনছে কেন্দ্র। এবার বিদ্যুৎ পরিষেবাতেও নতুনত্ব আনতে জড় দিলো কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক।

Smart Prepaid Meter



সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে স্মার্ট মিটার (Smart Prepaid Meter) বসানোর টাইমলাইন ৷ স্মার্ট মিটার বা প্রিপেড মিটার বসানোর সময় সীমা ধার্য করে দিলেন এবার ৷ অবশ্য গতবছর স্মার্ট মিটারের কথা বলা হয়েছিলো, কিন্তু লকডাউনের জন্য কাজ তেমন এগোয়নি। এবার সময়সীমা ধার্য করায় আশা করা হচ্ছে কাজ দ্রুত এগোবে।




একটি বিজ্ঞপ্তিতে রাজ্য বিদ্যুৎ সংস্থাকে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের দেওয়া সময়সীমা সম্প্রসারণ করা যাবে ২ বার কিন্তু তারজন্য যথার্থ কারণ থাকতে হবে ৷

Smart Prepaid Meter

বিদ্যুৎ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে -সারা দেশে ২০২৫ সালের মধ্যে স্মার্ট মিটার বসাতে হবে ৷ বাণিজ্যিক উপভোক্তাদের ডিসেম্বর ২০২৩-এর মধ্যে স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুতের ব্যবহার শুরু করতে হবে ৷


প্রিপেড মিটার অর্থাৎ আগে টাকা দিতে হবে তারপরে বিদ্যুৎ ব্যবহার করা যাবে ৷ এর ফলে বিদ্যুতের সাশ্রয়ের দিকে যেমন নজর দেবে গ্রাহক তেমনি বিদ্যুতে বিল পরিশোধ নিয়েও কোন সমস্যা বা ঝামেলা থাকবে না।
join us with Telegram