ডেল্টার ভয় কাটিয়ে বাচ্চারা ফিরছে স্কুলে- Schools Reopen Amid Fears of Delta Variant’s Spread

Schools Reopen Amid Fears of Delta Variant’s Spread




আমেরিকার পাবলিক স্কুলের এক চতুর্থাংশ শিক্ষার্থী এই সপ্তাহে দীর্ঘ বন্ধের পর আবারও ক্লাসরুমে ফিরে এসেছে।

Schools Reopen Amid Fears of Delta Variant’s Spread



ডেল্টার ভয়ে বিদ্যালয়গুলি বন্ধ রাখা হয়েছিলো। পুনরায় বিদ্যালয় খোলাতে শিক্ষাবিদ, অভিভাবক থেকে সকলেই স্বস্তির শ্বাস ফেলেছেন।

Schools Reopen Amid Fears of Delta Variant’s Spread



বিদ্যালয় গুলি করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে যখন বন্ধ করা হয়েছিলো তখন ভার্চুয়াল শিক্ষা চালু করেছিলো, কিন্তু শিক্ষার ক্ষেত্রে যে ক্লাস রুম বন্ধ রেখে ভার্চুয়াল পদ্ধতি চালু করা হয়েছিলো তা যে শিক্ষার্থীদের কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য ছিলো না তা নিয়ে বিভিন্ন আলোচনা দেখা গিয়েছিলো।

Schools Reopen Amid Fears of Delta Variant’s Spread



যদিও আলাবামা, আরকানসাস, লুইজিয়ানা এবং ফ্লোরিডায়, ১৮ বছরের কম বয়সী শিশুদের মধ্যে সংক্রমণের ঘটনা বাড়তে শুরু করেছে। আরকানসাসের শিশু হাসপাতাল সংক্রমণে ভর্তি হওয়া শিশুদের হার ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।