বানান বিভ্রাট, কটাক্ষে জেরবার দিলীপ ঘোষ





সংসদের বাইরে বিক্ষোভ দেখাতে গিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ‍্য সভাপতি তথা সংসদ দিলীপ ঘোষ। এদিন সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে বাংলায় নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন দিলীপ ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতার। আর সেই পোস্টারে বানান ভুল। আর এর জেরেই কটাক্ষের মুখে পড়তে হল দিলীপ ঘোষকে।




গত কাল সংসদের সামনে বিক্ষোভ দেখানোর সময় দিলীপ ঘোষের হাতে যে পোস্টার ছিল সেই পোস্টারে 'কন্যাশ্রী' হয়ে যায় 'কন্নাশ্রী', পোস্টারে উল্টে যায় ই-কার। বাগনানে এক বিজপি কর্মীর স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদে সংসদে গান্ধী মূর্তির নিচে বিক্ষোভ দেখান দিলীপ ঘোষ, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়রা। সেখানেই ভুল পোস্টার তুলে ধরে ভাইরাল হয় নেট দুনিয়ায়।




এই কাণ্ডে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা তথাগত রায়। দিলীপ ঘোষের ভুল পোস্টারের ছবি টুইট করে তিনি লেখেন, , 'এই জন্যই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন মূর্খের অশেষ দোষ। পোস্টারটা যে ছেপেছে তার কথা বলছি। বাংলা বর্ণমালার হ্রস্ব-ই বর্ণটা পর্যন্ত চেনা যাচ্ছে না।'




অন‍্যদিকে, তৃণমূল নেতা তাপস রায় বলেন, এরা নাকি সোনার বাংলা গড়বে। বাংলার সংস্কৃতি ধ্বংস করে দেবে বিজেপি।