Breaking কবে খুলবে স্কুল? জানিয়ে দিলেন মমতা বন্দোপাধ্যায়
করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ রাজ্যের স্কুল কলেজ। করোনার প্রথম ঢেউয়ের শুরু থেকে বন্ধ স্কুল কলেজ। ইতিমধ্যে বাতিল হয়েছে একাধিক বোর্ড পরীক্ষা। কিছু পরীক্ষা নেওয়া হয়েছে অনলাইনে। সামনেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এমন পরিস্থিতিতে শিক্ষা নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই। কবে খুলবে স্কুল এনিয়ে চলছে জল্পনা।
পুজোর পর স্কুল খোলার চেষ্টা করা হচ্ছে বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, পুজোর পর স্যানিটাইজেশন করে স্কুল খুলবে। এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। তৃতীয় ঢেউ না এলে স্কুল খোলা হবে। আরও পড়ুনঃ Covid 3rd Wave: ভয়াবহ অবস্থার সম্ভাবনা- দিনে কমপক্ষে ৩ থেকে ৪ লাখ সংক্রমণের আশঙ্কা
এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘তৃতীয় ঢেউ ভয়ঙ্কর না হলে পুজোর পরে স্কুল খুলবে। মহারাষ্ট্র, কেরলের মতো কয়েক রাজ্যের পরিস্থিতি ভাল নয়। পরিস্থিতি ঠিক থাকলে পুজোর ছুটির পরেই খুলবে স্কুল।’
এককথায়, করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রনে থাকলেই পূজোর পর খুলে যাবে স্কুল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊