জাতীয় পতাকার ওপর বিজেপির পতাকা, বিতর্কে একমাত্র দেশভক্ত দল হিসেবে বলে আসা পদ্মশিবির!
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের (Kalyan Singh) শেষযাত্রায় বিতর্কে জড়ালো বিজেপি। 'দেশ আগে, দল পরে' এই কথা বিজেপির, আর সেই কথা থেকেই যেন শুরু হল বিতর্ক। এই স্লোগান নিয়ে উঠলো প্রশ্ন।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের (Kalyan Singh) শেষযাত্রায় মরদেহ ঢাকা হল তেরঙায়। তার উপরেই রাখা হল বিজেপির পতাকা। বিজেপির পতাকা দিয়ে জাতীয় পতাকার একাংশ ঢাকা পড়ে যাওয়ায় শুরু বিতর্ক।
বিরোধী বলছে, এটা জাতীয় পতাকার অবমাননা। যুব কংগ্রেস (Youth Congress) টুইটারে লিখেছে,'দেশভক্তি আসলে এদের রাজনৈতিক পুঁজি। সে জন্যেই তো জাতীয় পতাকার উপরে ভাজপার ঝান্ডা।'
যুব কংগ্রেসের প্রধান বি ভি শ্রীনিবাসের টুইট,'নতুন ভারতে কি জাতীয় পতাকার উপরে দলীয় পতাকা রাখাই দস্তুর?'
সমাজবাদী পার্টি মুখপাত্র ঘনশ্যাম তিওয়ারি টুইট করেছেন,'দেশের থেকে বড় দল। তেরঙার চেয়ে বড় দলের পতাকা। অবশ্য এনিয়ে বিজেপির কোনও তাপ-উত্তাপ নেই।'
বিজেপির সোশ্যাল হ্যান্ডেলেও সেই ছবি শেয়ার হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, তেরঙ্গার একাংশ ঢাকা বিজেপির দলীয় পতাকায়। শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জিপি নাড্ডা।
এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ এই ঘটনা নিয়ে বিদ্রুপ করতে ছাড়ছেন না। নিজেদের একমাত্র 'দেশভক্ত' দল হিসেবে দাবি করা দলের এহেন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। দিচ্ছেন খোঁঁচাও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊