নতুন মিডিয়া এবং চলচ্চিত্র শিক্ষার্থীদের জন্য অভিনব সুযোগ  নিয়ে এলো  iLEAD


iLEAD



কলকাতা ২৩শে আগষ্ট, ২০২১: আইলিডের উদ্যোগে গণমাধ্যম ও ফিল্ম স্টাডিস শাখায় পাঠরত শিক্ষার্থীদের জন্য আসতে চলেছে ফিল্ম পরিচালনা ও শ্যুটিং ফ্লোরে হাতেকলমে কাজ শেখার সুবর্ণ সুযোগ। কেপিএমজি অনুসারে ভারতের চতুর্থ সেরা মিডিয়া কলেজ হিসেবে স্বীকৃত প্রতিষ্ঠান হল আইলিড। মিডিয়া সায়েন্স অ্যান্ড ফিল্ম কোর্সে ২০২১ সালের ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে 'বিফোর ইউ ডাই' নামে একটি হিন্দি বাণিজ্যিক ফিচার চলচ্চিত্র নির্মাণ করা হবে।

নতুন মিডিয়া এবং চলচ্চিত্র শিক্ষার্থীদের জন্য অভিনব সুযোগ

· এই বছর যারা আইলিড-এ মিডিয়া সায়েন্স ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন কোর্সের স্নাতক স্তরে এবং মিডিয়া সায়েন্সের স্নাতকোত্তর স্তরে ভর্তি হবে তাদের মধ্যে ১৫টি আসন তাদের জন্য সংরক্ষিত থাকবে "বিফোর ইউ ডাই” এর কাস্ট এবং ক্রু পদে।



· আমরা এমন শিক্ষার্থীদের খুঁজছি যাদের ১০+২ অর্থাৎ উচ্চমাধ্যমিক স্তরে সম্পাদনা, অভিনয়, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, মেকআপ এবং স্টাইলিং বা সিনেমা সম্পর্কিত যেকোনো কাজের সম্যক অভিজ্ঞতা রয়েছে। নির্বাচন প্রক্রিয়ার জন্য তারা কাজের বিবরণ সহ শো রিল/ ভিডিও/ ছবি জমা দিতে পারে।



· আইলিড-এ স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠরত অবস্থায় নির্বাচিত পড়ুয়ারা "বিফোর ইউ ডাই" তে তাদের কাজের জন্য স্টাইপেন্ড হিসাবে ৭৫০০০ টাকা উপার্জনের সুযোগ পাবে। এছাড়াও পেশাজীবনে প্রবেশের শুরুতেই আইএফটিডিএ অর্থাৎ ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনে সংশ্লিষ্ট হওয়ার আকর্ষণীয় সুযোগ পাবে তারা।




আইলিডের এর চেয়ারম্যান শ্রী প্রদীপ চোপড়া বলেন, “ভারতের সমগ্র সৃজনশীল শিল্প, চলচ্চিত্র নির্মাণ থেকে শুরু করে অ্যানিমেশন, চিত্রনাট্য রচনা, সঙ্গীত, কস্টিউম ডিজাইনিং প্রতিটি ক্ষেত্রেই বাঙালীর ভূমিকা ও অবদান এককথায় অনস্বীকার্য। কিন্তু তবুও বাংলার অংশগ্রহণে অনেক অপূর্ণতা থেকে গেছে। উদ্যোগী মনোভাব, বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার সাহস এবং ঝুঁকি নেওয়ার মত মানসিকতার অভাব স্পষ্ট। আমাদের লক্ষ্য হল পূর্ণদৈর্ঘ্য হিন্দি বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে এই অপূর্ণতা ও কাঙ্খিত শূণ্যস্থান পূরণ করা।



আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তাই আমাদের ইনস্টিটিউট তাদের সুপ্ত প্রতিভা বিকাশের উপযুক্ত ক্ষেত্র তৈরী করে বিশ্বমানের সিনেমা তৈরি করতে চায়। এই প্রক্রিয়ায় তারা শুধু অভিজ্ঞতাই লাভ করবে না একইসঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে। পাঠক্রমের পাশাপাশি পেশাদারিত্বের ক্ষেত্রেও পড়ুয়াদের অনেক বেশী আত্মবিশ্বাসী ও সাবলম্বী করে তুলবে এই উদ্যোগ। আগামী দিনে কলকাতা শহরকে উচ্চমানের ফিল্ম প্রোডাকশান সেন্টার ও ফিল্ম হাব হিসাবে গড়ে তোলার স্বপ্ন ও প্রচুর সম্ভাবনা রয়েছে।

"বিফোর ইউ ডাই” ছবিটি পরিচালনা করবেন শুভেন্দু রাজ ঘোষ। মুকেশ ঋষি, জরিনা ওয়াহাব এবং মুশতাক খানের মতো প্রাজ্ঞ অভিনেতাদের দেখা যাবে এই ফিল্মে। প্রধান পুরুষ চরিত্রে নবাগত অভিনেতা পুনীত রাজ শর্মা এবং কেন্দ্রীয় মহিলা চরিত্রে কাব্য কাশ্যপের আত্মপ্রকাশ ঘটবে এই সিনেমায়। ২০২১ সালের ২২ শে আগস্ট থেকে শ্যুটিং শুরু হবে ‘বিফোর ইউ ডাই’ সিনেমাটির। ২০২২ সালের ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র বিশেষ দিনে মুক্তির দিন ধার্য করা হয়েছে।

*আইলিড-এ ভর্তির জন্য আবেদন করা যাবে +৯১৬৩১৫৫৫৫৫ অথবা লগইন করতে পারেন আইলিড.নেট.ইন ওয়েবসাইটে।

About iLEAD

iLEAD – The Institute of Leadership, Entrepreneurship and Development is a UGC approved world class institute promoted by PS & Srijan Group – the two top Real Estate Groups of Eastern India with more than 300 successful Real Estate Projects and 3000 + employees. Rated as the 4th Best Media School in the country by KPMG, adjudged College of The Year in t2 Festopolis 2017, the Best Co Curricular Activity College at Gurukul Awards 2017, Best Entrepreneurship Development Program Institute at the Sankalp Education Awards 2019, iLEAD, is affiliated to Maulana Abul Kalam Azad University of Technology. It also has collaborations with 16+ international universities. iLEAD offers degree courses in media, management, design, technology and other professional studies both at the undergraduate and postgraduate levels. These courses are designed to make students industry ready to cater to the growing demand of skilled professionals in the respective sectors.