বিদ্যুৎ পরিষেবা না পাওয়ায় পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের 

 


ধূপগুড়ির,জয়ন্ত বর্মন :: 


বিদ্যূৎ নেই দুই দিন ধরে, পথ অবরোধ বাসিন্দাদের। রবিবার বিকালে ধূপগুড়ি- ফালাকাটা রাস্তার শালবাড়ি সংলগ্ন খলাইগ্ৰাম এলাকার ঘটনা।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি ও প্রচন্ড হাওয়া হয়। যারফলে কলোনি পাড়া এলাকায় কয়েকটি গাছ পড়ে ছিঁড়ে যায় বিদ্যুতের তার। তারপর থেকেই এলাকায় বিদ্যুৎ নেই। এরপর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ফোন করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যূৎ দপ্তরের কর্মীরা আসলেও ঠিক হয়নি বিদ্যুৎ পরিষেবা। এমনকি বারবার ফোন করা হলেও সকালে আসবেন বিকালে আসবেন বলেও তারা আসেননি। 



তাই বাধ্য হয়ে এদিন পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। যারফলে রাস্তার দুপাশে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে। তবে ২০ মিনিট হতে না হতেই বিদ্যুৎ দপ্তরের একটি গাড়ি ঘটনাস্থলে চলে আসে। এরপরেই পথ অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।


জানা গেছে, এরপর সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় এলাকায়।