ফের লোকালয় থেকে উদ্ধার অজগর



জলপাইগুড়ি,জয়ন্ত বর্মন


ফের লোকালয় থেকে উদ্ধার করা হলো অজগর। বর্ষায় ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে প্রায় প্রতিদিনই উদ্ধার করা হচ্ছে অজগর। রবিবার সকালে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বগরিবারী এলাকার বাসিন্দারা দেখতে পান একটি জালের মধ্যে আটকা পড়ে আছে অজগরটি । 


এরপর স্থানীয় বাসিন্দারা পরিবেশ প্রেমী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের খবর দেন। তারা এসে দীর্ঘ চেষ্টায় জাল কেটে সাপটিকে উদ্ধার করেন। 


জালে আটকে পরে যাওয়ার ফলে সাপটির দেহে আঘাত লেগেছে। মনে করা হচ্ছে খাবারের খোঁজেই হয়তো পাশ্ববর্তী জঙ্গল থেকে সাপটি লোকালয়ে চলে আসে, কিন্তু পরে জালে আটকা পড়ে যায়।



ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্য রনি চৌধুরী বলেন," উদ্ধার হওয়া সাপটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির। সাপটি লম্বায় প্রায় সাড়ে দশ ফুট । জালে আটকা পড়ে যাওয়ার ফলে সাপটির দেহে আংশিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাত সেরকম গুরুতর না হওয়ায় সাপটিকে মরাঘাট জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।"