ডিম আনতে গিয়ে ময়নাগুড়িতে মৃত্যু এক শিশুর
ময়নাগুড়িঃ
ময়নাগুড়িতে পথ দুর্ঘটনার মৃত্যু হল এক শিশুর । এদিন সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কের কালীঘাট মোড় সংলগ্ন এলাকায় । জানা গেছে, একটি টাটা এসি গাড়ি ধূপগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল সেসময় ১৩ বছরের একটি শিশু জাতীয় সড়ক পার হতে গেলে টাটা এসি গাড়িটি শিশুটিকে সজোরে ধাক্কা মারে । ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সেই শিশু । ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির নাম অমর রায় বয়স ১৩ বছর, তার বাবার নাম দিপক রায়। এদিন তার বাবা তাকে ডিম আনতে বলেছিল দোকান থেকে । সাইকেল নিয়ে ডিম নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে । পরে মৃত শিশুটিকে সামনে রেখে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ । জাতীয় সড়কে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা । পরে পুলিশের তৎপরতায় রাত দশটা নাগাদ অবরোধ তুলে নেয় স্থানীয়রা ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊