Raksha Bandhan 2021- রাখী পূর্ণিমার তারিখ এবং সময় 


Raksha Bandhan 2021


দেখতে দেখে চলে এল রাখি বন্ধন উৎসব (Raksha Bandhan 2021)। হিন্দু পঞ্জিকা মতে শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে রাখী বন্ধন উৎসব পালিত হয়। 

এবছর রবিবার, ২২ আগস্ট রাখীবন্ধন উৎসব বা রাখী পূর্ণিমা। 

হিন্দু পঞ্জিকা অনুযায়ী ২১ আগস্ট সন্ধ্যে ৩টে ৪৫ মিনিট থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা শুরু হবে। এর পর দিন ৫টা ৫৬ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা।