কমিটি থেকে বাদ সমস্ত সংখ্যালঘু নেতৃত্ব, তর্জা তুঙ্গে





আবিরলাল মুখোপাধ‍্যায়: 


গত 16 ই আগস্ট, সোমবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বিনির্মাণ করা হয়। নব-নির্মিত কমিটির গুরুত্বপূর্ণ পদে অলোক মাঝি, রবীন্দ্রনাথ চ্যটার্জী, রাধানাথ ভট্টাচার্য সহ একাধিক নেতার নাম ঘোষিত হয়৷ জেলা মহিলা প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি পান চন্দনা মাঝি৷


আশ্চর্যজনকভাবে কোর কমিটি ও টাউন প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ কোনো পদেই ঠাঁই পেলেন না জেলার কোনো সংখ্যালঘু নেতৃত্ব। এমনকী ব্রাত্য রইলেন সিদ্ধিকুল্লা চৌধুরীর মত দাপুটে মুসলিম নেতাও। ইতিমধ্যেই এই নিয়ে ব্যাপক তর্জা শুরু হয়েছে নানা মহলে।




একুশের মহারণে বিপুল জয়ের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য ২৪'এর লোকসভা ভোট৷ আর তাকেই পাখির চোখ করে এবার সর্বভারতীয় স্তরে সংগঠন তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস৷ বঙ্গবিজয়ের শুরুর দিন থেকেই মমতা বারবার বাজিমাত করেছেন সংখ্যালঘু ভোটে৷ সর্বভারতীয় ক্ষেত্রে গেরুয়া শিবিরের সাথে টক্কর দিতে কী অন্য ররণকৌশল বেছে নিলেন মাননীয়া? মুসলিম প্রীতির মিথ প্রচলিত মিথ ভেঙে জাতীয় স্তরে হিন্দু ভোটের দিকেই নজর দিতে চাইছে তৃণমূল কংগ্রেস, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।