Tokyo Olympics 2020: আরও এক পদক ভারতের, ব্রোঞ্জ জয়ী PV Sindhu
সেমিফাইনালে প্রবেশ করেছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা PV Sindhu। সেমিফাইনালে বিশ্বের এক নম্বর শাটলার চাইনিজ তাইপেইয়ের তাই জু-ইংয়ের কাছে হার মানতে হয় তাঁকে। তাই জুর দাপটের সামনে যেন খেই হারিয়ে ফেলেছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। তবে সোনার স্বপ্ন ভঙ্গ হলেও দেশকে ব্রোঞ্জ এনে দিলেন সিন্ধু।
ব্রোঞ্জের লড়াইয়ে চিনের হি বিংজিয়ায়োকে হারিয়ে দিলেন তিনি। খেলার ফল ২১-১৩, ২১-১৫।
মীরাবাই চানুর রুপো জয়ের পর, ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে। এদিকে বক্সিংয়ে নিশ্চিত হয়ে রয়েছে লভলিনা বড়গোহাঁইয়ের পদক। ফলে এখনো পর্যন্ত এ বারের অলিম্পিক্স থেকে তিনটি পদক নিশ্চিত হলো ভারতের।
The bronze medal match in the women's singles tournament comes to a close at the Musashino Forest Sport Plaza. The gold medal match is currently underway between China's Chen Yu Fei and Chinee Taipei's Tai Tzu Ying. Keep it here for all the updates and reactions as the action unfolds.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊