স্থায়ীকরণের দাবিতে বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষকদের জেলায় জেলায় আন্দোলনের প্রস্তুতি

teachers


কাজের স্থায়ীকরণের লক্ষ্যে এবার পথে নামতে চলেছে বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকাগণ। 

জানা গেছে বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকার অভাবের জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটি বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষকদের নিয়োগ করে থাকেন এবং বিদ্যালয় ফান্ড থেকে তাদের যৎসামান্য পারিশ্রমিক দেওয়া হয়। কিন্তু তাদের কাজের কোনো স্থায়ীকরণ নেই। এই করনা পরিস্থিতিতে অনেক বিদ্যালয় তাদের সামান্য বেতনটুকু পর্যন্ত দিচ্ছেন না। তাই কাজের স্থায়ীকরণের দাবিতে এবার পথে নামতে চলেছে বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক সংগঠন পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। 

সংগঠনের ১১টি জেলা গতকাল রাত্রিবেলায় গুগোল মিটের মাধ্যমে মিটিং করেছে। জেলাগুলি হল ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। এছাড়াও অন্যান্য জেলাগুলি শীঘ্রই মিটিং করতে চলেছে এবং আগামী দিনে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে চলেছে। 

সংগঠনের রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘোরিয়া জানিয়েছেন, যদি শিক্ষক দিবসের পূর্বে তাদের দাবি সরকার না মেনে নেন তাহলে 5 ই সেপ্টেম্বরের পর কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।