Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছেলের আবদার, মা-বাবার বিয়ে দেখবে- আবদার মেটাতে ফের বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা

ছেলের আবদার, মা-বাবার বিয়ে দেখবে- আবদার মেটাতে ফের বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা


Prakash Raj

বাবা-মায়ের কাছে সব সন্তানরাই আবদার করে থাকে। সেই আবদার পূরণে সাধ্যমত চেষ্টা করে যান প্রতিটা বাবা-মা ই। কিন্তু সন্তানের সেই আবদার রাখতেই অনুরাগীদের কাছে চমক দিলেন দক্ষিণের খ্যাতনামা অভিনেতা প্রকাশ রাজ। ছেলে বেদান্তর (Vedhant) শখ পূরণে নিজের ১১ তম বিবাহবার্ষিকীতে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই অভিনেতা। অবশ্য নতুন কোনো পাত্র্রীর সাথে নয়, যার সাথে গত ১১ বছর ধরে সংসার করছেন সেই পনি বর্মার (Pony Verma) সাথেই ফের একবার সাত পাকে বাধা পড়লেন তিনি। 


ঘটনাটা কী? আসলে ১১ বছরের বিবাহবার্ষিকীতে ছেলে বেদান্ত আবদার রেখেছিল যে, সে মা-বাবার বিয়ের সাক্ষী হতে চায়। আর তাই বেদান্তর শখ পূরণের জন্য এহেন অভিনব ভাবনাটা ভেবে ফেললেন প্রকাশ রাজ। ছেলের সামনেই স্ত্রীকে আংটি পরিয়ে দিলেন। প্রকাশের দুই মেয়ে মেঘনা এবং পূজাও ছিলেন বাবা-মায়ের বিয়েতে।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে নিজেই সেকথা লিখে জানিয়েছেন তাঁর অনুরাগীদের। পোস্ট করেছেন ছবিও। তিনি লিখেছেন, 'আজ রাতে আমরা আবার বিয়ে করলাম। আমাদের ছেলে বেদান্ত চেয়েছিল সাক্ষী থাকতে।'

Prakash Raj


উল্লেখ্য, ২০১০ সালের ২৪ আগস্ট পনি বর্মার সঙ্গে বিয়ে করেছিলেন খ্যাতনামা এই দক্ষিণী অভিনেতা। তাঁদের ছেলে বেদান্ত।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code