স্কুল খোলা ও জাতীয় শিক্ষানীতি-২০ বাতিলের দাবীতে অল বেঙ্গল সেভ এডুকেশনের পক্ষ থেকে প্রতিবাদ সভা




ময়না, পূর্ব মেদিনীপুর, সুজিত মন্ডল


কাল বিলম্ব না করে স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চালু; জনবিরোধী-শিক্ষাবিরোধী জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিল; শিক্ষাখাতে কেন্দ্রীয় বাজেটের ১০% ও রাজ্য বাজেটের ৩০% ব্যয় বরাদ্দ করা সহ কয়েক দফা দাবীতে ময়না বাজারে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির ময়না আঞ্চলিক শাখার পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 


ময়না ও ময়না পশ্চিম চক্রের SIS এর উদ্দেশ্যে একটি দাবীপত্রে গণ স্বাক্ষর সংগ্রহ করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক ময়না আঞ্চলিক কমিটির সভাপতি রবীন্দ্রনাথ ভৌমিক, প্রাক্তন ব্যঙ্ক কর্মচারী প্রশান্ত মাইতি, রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য শিক্ষক বাসুদেব দাস, শিক্ষক সিদ্ধার্থ শংকর রায়, শিক্ষক বিকাশ পাত্র সহ অন্যন্যরা। 



মাধ্যমিক শিক্ষক বিকাশ পাত্র বলেন একদিকে কেন্দ্র সরকার নয়া জাতীয় শিক্ষানীতির মাধ্যমে মাধ্যমিক তুলে দেওয়া সহ শিক্ষার সর্বাত্মক বেসরকারীকরণ করতে চাইছে অন্যদিকে করোনার অজুহাতে স্কুল কলেজ বন্ধ রেখে রাজ্য সরকার সেই পরিকল্পনাকেই বাস্তবায়িত করছে।