Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারত ছাড়াও ১৫ই অগাস্ট আরও ৫টি দেশের স্বাধীনতা দিবস

ভারত ছাড়াও ১৫ই অগাস্ট আরও ৫টি দেশের স্বাধীনতা দিবস





ব্রিটিশের দুবছরের শাসনের অবসান ঘটিয়ে ১৯৪৭-র ১৫ই অগাস্ট স্বাধীন হয় ভারত। আর সেই থেকেই ১৫ই অগাস্ট দিনটিকে সারা দেশে মহা সমারোহে উদযাপিত হয়ে আসছে। কিন্তু আপনি জানেন কি ১৫ই অগাস্ট আরো পাঁচটি দেশের স্বাধীনতা দিবস। গণপ্রজাতন্ত্রী কঙ্গো, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, বাহরিন ও লিশটেনস্টেইন-এই পাঁচ দেশেরও স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট।




১৯৭১-এর ১৫ অগাস্ট ব্রিটিশ অধীনতা থেকে স্বাধীনতার ঘোষণা করেছিল বাহরিন। রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে বাহরিনের নাগরিকদের ভোটের পর স্বাধীনতা ঘোষণা করা হয়। জানা গেছে, বাস্তবে ১৪ অগাস্ট স্বাধীনতা দিবস হলেও তা পালিত হয় ১৫ অগাস্ট।




১৯৪৫-এর ১৫ অগাস্ট কোরিয় উপদ্বীপে জাপানের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে জাপান আত্মসমর্পণ করে। অবসান ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও।১৯৪৫-এর ১৫ অগাস্ট জাপানের আত্মসমর্পণের তিন বছর পর কোরিয়ার প্রথম স্বাধীন প্রশাসন গড়ে উঠেছিল। উত্তর ও দক্ষিণ কোরিয়া-উভয় দেশই ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করে।




১৯৬০- ফরাসি অধীনতা থেকে পূর্ণ স্বাধীনতা পেয়ে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে গণপ্রজাতন্ত্রী কঙ্গো। এই দিনটি কঙ্গোবাসীদের জাতীয় দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে।




১৮৬৬ থেকে ১৫ই অগাস্ট দিনটিতে স্বাধীনতা দিবস উদযাপন করে বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ লিশটেনস্টেইন। জার্মানির নিয়ন্ত্রণ থেকে মুক্তির দিন হিসেবে পালন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code