Latest News

6/recent/ticker-posts

Ad Code

যশ- মধুমিতার নতুন রসায়ন, মেতে আছে নেট দুনিয়া

যশ- মধুমিতার নতুন রসায়ন, মেতে আছে নেট দুনিয়া 





জনপ্রিয় ধারাবাহিক বোঝে না সে বোঝার অরন্য- পাখি মন কেড়েছে দর্শকদের। জনপ্রিয়তা ছিল তুঙ্গে। মানে যশ- মধুমিতা জুটির কথা বলছি। ফ্যানেরা সেইসময় এই জুটির নাম দিয়েছিল যশমিতা। সেই সিরিয়াল বন্ধ হয়ে গেলেও ভাটা পড়েনি তাঁদের জনপ্রিয়তায়। সম্প্রতি যশ ও মধুমিতার নতুন ভিডিও 'ও মন রে' রিলিজ হয়েছে। আর সেই ভিডিও রিলিজের পরেই যশ মধুমিতার রসায়নে মজে আছে দর্শকরা।



রবিবার মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ হতেই যশ মধুমিতার প্রশংসায় পঞ্চমুখ ফ্যানেরা। 'ও মন রে' গানটি তৈরি করেছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী তানভীর ইভান ও পীরাণ খান। ভিডিও পরিচালনার করেছেন কোরিওগ্রাফার-পরিচালক বাবা যাদব। এই প্রথম কোনও মিউজিক ভিডিও শুট করলেন ডিওপি সৌমিক হালদার, সব মিলিয়ে যশমিতার রসায়নে মজেছে নেট দুনিয়া।



ভিডিও-তে দেখা যায় প্রথমেই কনে সাঁজে মধুমিতা। অন্য কারোর সাথে বিয়ে হয়েছে তার আর সেখানে হাজির যশ। এরপর গল্পের ফ্ল্যাশব্যাকে দেখা যায় একসময় তাঁরা একে অপরকে ভালোবাসতো কিন্তু এরপর আলাদা হয়ে যান দুজনে। ভিডিও শেষে স্ক্রিনে ভেসে ওঠে টু বি কন্টিনিউড অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামী দিনে আবারও একসঙ্গে দেখা যাবে যশমিতাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code