Tokyo Olympic 2020: সাতটি স্বর্ণপদক পেয়ে রেকর্ড কেনির
জেসন কেনি (Jason Kenny) প্রথম ব্রিটিশ পুরুষ যিনি এবার অলিম্পিকে সাতটি স্বর্ণপদক লাভ করেছেন।
জেসন কেনি গ্রেট ব্রিটেনের কিংবদন্তী সাইক্লিস্ট ফাইনালে মাত্র 0.763 second এ প্রথম হন। শুধু কেনিই নয় কেনির স্ত্রীও টোকিও অলিম্পিক ২০২০ তে একজন স্বর্ণপদক প্রাপ্ত খেলোয়ার।
তবে কেনিই প্রথম ব্রিটিশ পুরুষ যিনি সাতটি স্বর্নপদকের অধিকারী। কেনি বলেছেন- " আমি কিছুটা হতবাক, আমি আমার সেরাটা দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম ৫ টি স্বর্ণ পদক পাবো, আর দুটোতে রৌপ্য। কিন্তু সাতটি স্বর্ণ পদক আমি আশা করিনি।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊