Latest News

6/recent/ticker-posts

Ad Code

Tokyo Olympic 2020: সাতটি স্বর্ণপদক পেয়ে রেকর্ড কেনির

Tokyo Olympic 2020:  সাতটি স্বর্ণপদক পেয়ে রেকর্ড কেনির 

JASON Kenny



জেসন কেনি (Jason Kenny) প্রথম ব্রিটিশ পুরুষ যিনি এবার অলিম্পিকে সাতটি স্বর্ণপদক লাভ করেছেন।

জেসন কেনি গ্রেট ব্রিটেনের কিংবদন্তী সাইক্লিস্ট ফাইনালে মাত্র 0.763 second এ প্রথম হন। শুধু কেনিই নয় কেনির স্ত্রীও টোকিও অলিম্পিক ২০২০ তে একজন স্বর্ণপদক প্রাপ্ত খেলোয়ার।

Laura Kenny



তবে কেনিই প্রথম ব্রিটিশ পুরুষ যিনি সাতটি স্বর্নপদকের অধিকারী। কেনি বলেছেন- " আমি কিছুটা হতবাক, আমি আমার সেরাটা দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম ৫ টি স্বর্ণ পদক পাবো, আর দুটোতে রৌপ্য। কিন্তু সাতটি স্বর্ণ পদক আমি আশা করিনি।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code