Covid Vaccination Certificate এবার পেয়ে যান Whatsapp এ ম্যাসেজ করেই
এবার কোভিড (Covid-19) টিকা নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাতে পাওয়া যাবে Covid Vaccination Certificate। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়ার (Mansukh Mandaviya) জানিয়েছে, কেউ তাঁর টিকা নেওয়ার শংসাপত্র ডাউনলোড করতে চাইলে নির্দিষ্ট একটি নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে হবে। তার পর সেই নম্বর থেকে শংসাপত্র পাঠিয়ে দেওয়া হবে।
কী ভাবে পাওয়া যাবে শংসাপত্র?
মাত্র ৩টি সহজ ধাপে Covid Vaccination Certificate পাওয়া যাবে-
- প্রথমে 9013151515 এই নাম্বারটি মোবাইলে সেভ করে নিন।
- এর পর হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে 'covid certificate' লেখাটি টাইপ করে সেন্ড করুন।
- এর পর আপনার রেজিস্টার নাম্বারে আসবে ওটিপি। ওটিপি আসলে সেটা ৩০ সেকেন্ডের মধ্যে পাঠাতে হবে।
- পাঠানোর কয়েক সেকেন্ডের মধ্যেই চলে আসবে টিকার শংসাপত্র। এর পর সেটি ডাউনলোড করে নেওয়া যাবে।
মনে রাখতে হবে Co-win অ্যাপে যে নাম্বার রেজিস্টার্ড করা রয়েছে সেই নাম্বারেই whatsapp থাকতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊