T-20 World Cup-এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলো ICC
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে T20 World Cup 2021। গত জুলাই মাসে গ্রুপ বিন্যাসের পর এবার সূচী ঘোষণা করলো ICC। মোট চারটি ভেন্যুতে ১৭ই অক্টোবর থেকে ১৪ই নভেম্বর পর্যন্ত চলবে খেলা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজা স্টেডিয়াম ও ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড এই চার স্টেডিয়ামেই হবে ম্যাচ গুলি।
ওমান ও পাপুয়া নিউ গিনি ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ফাইনাল ১৪ নভেম্বর। চলতি বছর ভারত টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ। করোনা আবহে ভারত থেকে টুর্নামেন্ট সরে গিয়েছে মরুদেশে। বিশ্বকাপের মূল পর্ব অর্থাৎ সুপার-১২ শুরু হচ্ছে ২৩ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে।
এদিকে, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু দুবাইয়ে। ভারত-পাকিস্তান ম্যাচ হবে ২৪ অক্টোবর।
টুর্নামেন্টের প্রথম অর্থাৎ কোয়ালিফাইয়িং রাউন্ডে আটটি দল। গ্রুপ A-তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া। গ্রুপ B-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান। এই দুই গ্রুপ থেকে দুটি দল করে মোট চারটি দল যাবে সুপার ১২- এ। ওমান ক্রিকেট গ্রাউন্ড এবং সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হবে কোয়ালিফাইয়িং রাউন্ড।
আবার, এদিকে সুপার ১২-এ গ্রুপ ওয়ানে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাছাই পর্ব থেকে আসা দুটি দল। অন্যদিকে দ্বিতীয় গ্রুপে সরাসরি খেলছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান। সেই সঙ্গে থাকবে বাছাই পর্বের দুটি দল। আবু ধাবিতে ১০ নভেম্বর প্রথম সেমিফাইনাল আয়োজিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল দুবাইয়ে ১১ নভেম্বর। ১৪ নভেম্বর সন্ধে দুবাইয়েই ফাইনাল আয়োজিত হবে।
তবে প্রবেশের অনুমতি থাকবে না তা এখনও স্পষ্ট জানা যায়নি।
Full schedule
Round 1
October 17
Oman vs PNG in Oman
Bangladesh vs Scotland in Oman
October 18
Ireland vs Netherlands
Sri Lanka vs Namibia
October 19
Scotland vs PNG
Oman vs Bangladesh
October 20
Namibia vs Netherlands
Sri Lanka vs Ireland
October 21
Bangladesh vs PNG
Oman vs Scotland
October 22
Namibia vs Ireland
Sri Lanka vs Netherlands
Super 12
Group 1
October 23 Australia vs South Africa
October 23 England vs West Indies
October 24 A1 vs B2
October 26 South Africa vs West Indies
October 27 England vs B2
October 28 Australia vs A1
October 29 West Indies vs B2
October 30 South Africa vs A1
October 30 England vs Australia
November 1 England vs A1
November 2 South Africa vs B2
November 4 Australia vs B2
November 4 West Indies vs A 1
November 6 Australia vs West Indies
Group 2
October 24 India vs Pakistan
October 25 Afghanistan vs B1
October 26 Pakistan vs New Zealand
October 27 B1 vs A2
October 29 Afghanistan vs Pakistan
October 31 Afghanistan vs A2
October 31 India vs New Zealand
November 2 Pakistan vs A2
November 3 New Zealand vs B1
November 3 India vs Afghanistan
November 5 New Zealand vs A2
November 5 India vs B1
November 7 New Zealand vs Afghanistan
November 7 Pakistan vs B1
November 8 India vs A2
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊