উত্তরবঙ্গ আলাদা হতে চাইলে সেই বিষয়ে সমর্থন আছে-দিলীপ ঘোষ 

dilip ghosh

Jalpaiguri:

উত্তরবঙ্গ আলাদা হতে চাইলে সেই বিষয়ে সমর্থন আছে,আজ ডি বিসি রোডে সাংবাদিকসম্মেলনে এমন্টাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

আজ সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লা ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জলপাইগুড়িতে আসেন। শহীদ সম্মান যাত্রার অঙ্গ হিসেবে আজ তারা জলপাইগুড়ি বিজেপির দলীয় কার্যালয় ডিবিসি রোডে আসেন। 

সেখানেই উঠে আসে একাধিক ইশু। নারায়নী সেনাদের গ্রেপ্তারের বিষয়ে দিলীপ ঘোষ বলেন,  সারা রাজ্য জুড়েই এসব চলছে।যা মেনে নেওয়া যায়না।

এদিন রাজ্য সরকারকে একাধিক ইশুতে বেধেন নতিনি। বিজেপির  এ রাজ্যে কোনো অনুষ্ঠানে সমস্যার সমস্যার সন্মুখীন হতে হচ্ছে।বার বার গ্রেপ্তার হয়রানি চলছে।