#pmkisan সাড়ে ৯ লক্ষ আবেদন খারিজ! আপনার নাম রয়েছে তো? এখনি দেখেনিন
কেন্দ্রের কাছে সাড়ে ৪৪ লক্ষ কৃষকের নাম পাঠিয়েছিল রাজ্য। তার মধ্যে সাড়ে ৯ লক্ষ আবেদনকারীর নাম বাতিল হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আর এই সাড়ে ৯ লক্ষ আবেদন খারিজ হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই খবর সূত্রের।
জানাগিয়েছে কেন এত সংখ্যক আবেদন বাতিল করা হয়েছে তার কারণ জানতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য। এ ব্যাপারে সচিব পর্যায়ে কথাবার্তার নির্দেশ দেওয়া হয়েছে, আর নিষ্পত্তি না হলে মুখ্যমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর।
যদিও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে শুরু থেকে এ রাজ্যের কৃষকদের অংশগ্রহণে রাজি ছিল না রাজ্য সরকার। সেই সময় পোর্টালের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা পাওয়ার অনেকেই আবেদন করেছিলেন। আবেদনকারীর সংখ্যা ৪০ লক্ষর বেশি হয়ে গেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠি পাঠিয়ে আবেদনকারীদের দেওযা তথ্য যাচাই করে পাঠাতে বলা হয় রাজ্যকে। প্রথমে রাজ্য সেই আবেদনে সাড়া দেয়নি। তবে বিধানসভা ভোটের পর সেই আবেদনে সাড়া দেয়।
আগস্টে 9th instalment এর টাকা আসাও শুরু হয়েছে ইতিমধ্যে। কিন্তু আপনার নাম কি বাতিল হয়েছে? জানতে চাইলে দেখে নিন এখনি- Click Here
0 মন্তব্যসমূহ
thanks