LIC ক্রেডিট কার্ড- কীভাবে পাবেন সুবিধা, জেনে নিন এখনি 

LIC Card Services
LIC Card Services



এবার আসছে LIC ক্রেডিট কার্ড। LIC Card Services ও IDBI ব্যাঙ্কের যৌথ উদ্যোগে Life Insurance Corporation বা LIC নিয়ে আসতে চলেছে দুটি নয়া রুপে ক্রেডিট কার্ড। এই দুই ক্রেডিট কার্ডের একটির নাম ' Luminee Platinum Credit Card' ও অপরটির নাম 'LIC CSL ECLAT' ক্রেডিট কার্ড। 

মুলত LIC এর বিমার এজেন্ট, বিমার ব্যবহারকারী ও LIC এর কর্মচারীদের জন্যেই এই কার্ড বাজারে আনতে চলেছে LIC। একই সাথে একটা বড় অংশের মানুষকেও যে তারা টার্গেট হিসাবে দেখছে, তা এখান থেকেই পরিষ্কার।

কী কী সুবিধা রয়েছে? 

ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে নানা সুবিধা।  যেমন-
  • ক্রেডিট কার্ডের মাধ্যমে 100 টাকা পেমেন্ট করলে Luminee কার্ডে পাওয়া যাবে তিনটি ডিলাইট পয়েন্ট। 
  • অন্যদিকে ECLAT- এ পাওয়া যাবে চারটি ডিলাইট পয়েন্ট। 
  • ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে যদি কোনও গ্রাহক LIC এর প্রিমিয়াম দিয়ে থাকেন তবে তিনি তাঁর কার্ডে দ্বিগুণ সংখ্যক রিওয়ার্ড পয়েন্ট পাবেন ( Reward Point)
  • Luminee কার্ডে 10 হাজার টাকার উপর খরচ করলে পাওয়া যাবে 1000 বোনাস ডিলাইট পয়েন্ট। ওই একই অ্যামাউন্টের জন্য ECLAT কার্ডের উপর পাওয়া যাবে 1500 বোনাস ডিলাইট পয়েন্ট। 
  • থাকছে EMI সার্ভিসের সুবিধাও।  3 মাস, 6 মাস, 9 মাস ও 12 মাসের নির্দিষ্ট কিস্তিতে সেই EMI শোধ করা যাবে বলে জানিয়েছে LIC।