প্রয়াত বাচিক শিল্পী গৌরী ঘোষ
ফের শিল্পীমহলে শোকের ছায়া। প্রয়াত বাচিক শিল্পী গৌরী ঘোষ। জানা গেছে, গত কয়েকদিন ধরে ভর্তি ছিলেন তিনি। তিনি আরএন টেগোর হসপাতালে ভর্তি ছিলেন। বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন গৌরী ঘোষ। বেশ কয়েকদিন আগে তাঁর স্ট্রোক হয়েছিল বলে জানা যাচ্ছে। তারপর থেকেই অসুস্থ ছিলেন গৌরী ঘোষ। শেষ কিছুদিন ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে।
গৌরি ঘোষের মৃত্যুতে শোকের ছায়া শিল্পী জগতে। ইতিমধ্যে শেষ দেখা দেখতে হাসপাতালে জড়ো হচ্ছেন আপনজন ও শিল্প-সংস্কৃতি জগতের মানুষরা। উচ্চারণ দক্ষতা, অভিব্যক্তিতে সকলকে মুগ্ধ করেছেন তিনি। তিনি ছিলেন পরবর্তী প্রজন্মের আবৃত্তিকারদের কাছে অগ্রজপ্রতিম।
আবৃত্তি জগতের অমর যুগল গৌরী ঘোষ এবং পার্থ ঘোষ। আকাশাবাণীর উপস্থাপক হিসাবে পথ চলা শুরু। বহু বছর আকাশবানীর বহু অনুষ্ঠানে এই জুটির আবৃত্তি ছিল জনপ্রিয়। পরবর্তী প্রজন্মের কাছে তাঁরা ছিলেন আইকন ও আইডল। তাঁদের যুগলবন্দিতে শ্রুতি নাটক ‘কর্ণকুন্তি সংবাদ’ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊