আর্থিক মন্দা! ঘরে বসেই এবার লাভের মুখ দেখাবে Google Pay
Google Pay সম্প্রতি ফিনটেক স্টার্টআপ সেতু নামের একটি অ্যাপের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে । আর এই ওয়ালেটের মাধ্যমে ফিক্স ডিপোজিট একাউন্ট খুলতে পারবেন Google Pay ব্যবহারকারিরা।
আপাতত এক বছরের জন্য ফিক্স ডিপোজিট হিসেবে টাকা জমানো যাবে। আর এর জন্য ছোট ফিনান্স ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হতে চলেছে google।
এখানে ফিক্সড ডিপোজিট এর সর্বোচ্চ ইন্টারেস্ট বর্তমানে ৬.৩৫ শতাংশ। মেয়াদ শেষ হলে অতিরিক্ত কত টাকা আপনি পাবেন।
এর জন্য আপনাকে যা করতে হবে-
অবশ্যই ফোনে ‘Google Pay’ অ্যাপ্লিকেশনটি রাখতে হবে। সেখানে সাইন আপ করে আধার কার্ড সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
এরপর আপনার ফোনে একটি OTP আসবে। সেটি দেওয়ার পর আপনার নিজের সুবিধা মতন টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে রাখতে পারবেন।
আর বছর শেষে পেয়ে যাবেন অতিরিক্ত টাকা।
এই ফিক্স ডিপোজিটের বিশেষ সুবিধা হল, এতে আপনার ভবিষ্যতে সঞ্চয়ও হল আর তার জন্য আপনাকে ব্যাংকেও দৌড়াতে হলো না। এমনকি ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন নিয়েও আর মাথা ব্যথা থাকবে না আপনার।
জানা গেছে, ইতিমধ্যে এই পরিষেবার ট্রায়েল চালু হয়ে গিয়েছে। তবে সাধারণের জন্য কবে থেকে এই পরিষেবা চালু হবে তা এখনো অফিশিয়ালি না জানালেও সূত্রের খবর খুব শীঘ্রই চালু হবে এই পরিষেবা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊