Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডেঙ্গু রোগ প্রতিরোধে জৈবিক ভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম

ডেঙ্গু রোগ প্রতিরোধে জৈবিক ভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম





ডেঙ্গু রোগ প্রতিরোধে জৈবিক ভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ (WBADMI প্রকল্প ) ও মৎস্য দপ্তরের উদ্যোগে হলদিয়া পঞ্চায়েত সমিতির ব্যাবস্থাপনায় গাপ্পি মাছ বিতরন ও অবমুক্তকরণ কর্মসূচী অনুষ্ঠিত হল। 


হলদিয়া ব্লকে বারো হাজার গাপ্পি মাছ বিতরণ করা হল। ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জলাশয় ও ড্রেনগুলিতে গাপ্পি মাছ ছাড়া হয়। গাপ্পি মাছের খাদ্য মশার লার্ভা,এই কারনে মশার লার্ভা ধ্বংস করার এটি একটি বিশেষ জৈবিক উপায় তাই করোনার প্রকোপ এই অবস্থায় ডেঙ্গু যেনো নতুন করে থাবা বসাতে না পারে সেই কারণে বাড়তি সতর্ক এই কার্যক্রম । 



এই গাপ্পি মাছগুলি মশা ও ডেঙ্গি লার্ভা প্ৰতিরোধ করবে যার ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানান হলদিয়া ব্লকের মৎস্য দপ্তরের অফিসার সুমন কুমার সাহু। এদিনের এই মাছ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়েণ্ট বিডিও অনন্যা বেরা, , মৎস্য দপ্তরের আধিকারিক সুমন কুমার সাহু সহ প্রমুখ। ।
ডেঙ্গু রোগ প্রতিরোধে জৈবিক ভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম

ডেঙ্গু রোগ প্রতিরোধে জৈবিক ভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম

Posted by Sangbad Ekalavya on Friday, August 13, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code