দোকান, বার, রেস্তোরাঁ খোলার নতুন সময় বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন
করোনা সংক্রমণের জের সারা রাজ্যে লাঘু হয়েছে কড়া বিধি নিষেধ। বিধি নিষেধে এতদিন রাত আটটা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সময় বাঁধা থাকলেও এবার সেই সময়সীমা কিছুটা বাড়িয়ে দিল নবান্ন। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নাইট কার্ফুর সময়সীমা কমাচ্ছে রাজ্য সরকার বলে জানান। রাত ৯টার বদলে এবার থেকে রাত ১১টায় শুরু হবে নাইট কার্ফু। এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী। এরপর, শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে যাবতীয় দোকান, রেস্তোরাঁ, বার খোলার বিধিতে বদল আনল সরকার।
এখন আর রাত আটটা নয় রবিবার থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে যাবতীয় দোকান, রেস্তোরাঁ, বার। এতদিন রাত আটটা পর্যন্ত দোকান পাট খোলা রাখার সিদ্ধান্ত থেকে সড়ে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিল। রাজ্যে বর্তমান করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের দিকে নজর রেখে বেশ কিছু বিষয়ে ছাড় দিয়ে বিধি নিষেধ ৩১শে অগাস্ট পর্যন্ত জারি রাখার ঘোষনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদির সই করা যে নির্দেশিকায় জানানো হয়েছে, থিয়েটার হল, বিভিন্ন মঞ্চ, ওপেন এয়ার অডিটোরিয়াম ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে। একইভাবে ৫০ শতাংশ নিয়ে স্টেডিয়াম, সুইমিং পুলের কর্মকাণ্ড চালানোর ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, রাত ৮ টায় বদলে এবার থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত হোটেল-বার-রেস্তোরাঁ খোলা রাখার ক্ষেত্রে ছাড় দেওয়া হল। তবে সমস্ত কোভিডবিধি মেনে চলতে হবে। রাজ্যজুড়ে এই নিয়ম জারি হবে আগামী ১৬ অগাস্ট অর্থাৎ সামনের সোমবার থেকে।
এদিন মুখ্যমন্ত্রী জানান, থিয়েটার, হল ইত্যাদি খুলে দিচ্ছি। এছাড়াও রাতের বিধি নিষেধ ব্যবসা বানিজ্য যাতায়তের কথা ভেবে রাত ১১টা প্রযন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে না বলেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, তৃতীয় ঢেউ দেখে নিয়ে লোকাল ট্রেনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অসুবিধা হচ্ছে জানি। বাস-মেট্রো চালু করে দেওয়া হয়েছে। কিন্তু, সেপ্টেম্বরে যেহেতু থার্ড ওয়েভ আসার কথা রয়েছে, তাই আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। লোকাল ট্রেনে আসতে পারছেন না বলে অনেকের অসুবিধা হচ্ছে জানি। কিন্তু মানুষের জীবনের থেকে বড় কিছু তো নয়। তাই আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊