কলেজে ভর্তিতে বিনামূল‍্যে ফর্ম ফিলাপ করানোর ব‍্যবস্থা করলো তৃণমূল ছাত্র পরিষদ 




সারা রাজ্যে সোমবার অর্থাৎ ২ রা আগস্ট থেকে শুরু হয়েছে কলেজে ভর্তি প্রক্রিয়া। আর এজন্য অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের । আর ধূপগুড়িতে সদ্য উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়াদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ফরম ফিলাপ এর ব্যবস্থা করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে।


সোমবার ধূপগুড়ি ডাকবাংলো চত্বরে রীতিমতো ক্যাম্প করে চলছে এই অনলাইন ভর্তি প্রক্রিয়া। ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় ও ধূপগুড়ি গার্লস কলেজে যারা ভর্তির জন্য আবেদন করবেন তাদের জন্য এই শিবির বলে জানা গেছে। সম্পূর্ণ বিনামূল্যে এই অনলাইন ভর্তির আবেদন ক্যাম্পে ভালো ভিড় লক্ষ্য করা গেছে এদিন। ব্লকের অনেক প্রত্যন্ত অঞ্চলের ছাত্র ছাত্রীরা ভর্তির আবেদন করতে এসেছিলেন। 



তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এইরকম বিনামূল্যে অনলাইন আবেদনের শিবির করায় ছাত্র ছাত্রীরা বেশ খুশি।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ধূপগুড়ি তৃণমূল ছাত্র পরিষদের নেতারা।

কলেজে ভর্তিতে বিনামূল‍্যে ফর্ম ফিলাপ করানোর ব‍্যবস্থা করলো তৃণমূল ছাত্র পরিষদ

Posted by Sangbad Ekalavya on Tuesday, August 3, 2021