Latest News

6/recent/ticker-posts

Ad Code

আমতার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

আমতার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

mamata banerjee




নিজেস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: নিম্নচাপের হাত ধরে গত সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হয়েছিল রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে হাওড়াতেও। তার উপর ডিভিসির ছাড়া জলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে গ্রামীণ হাওড়ার আমতা ও উদয়নারায়ণপুরের বিভিন্ন অঞ্চল।


অন্যদিকে গতকাল রাতে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে রসপুর সংলগ্ন একাধিক গ্রাম। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আর তাই ভাবছে হাওড়ার সাধারণ মানুষ থেকে প্রশাসনের কর্তাদের। আর এই বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীও।


বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার আমতা গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমতার সোহাগরীতে এদিন তিনি গাড়ি থেকে নেমে ছাতা মাথায় দিয়ে মন্ত্রী পুলক রায় ও আমতার বিধায়ক সুকান্ত পালকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে জলমগ্ন এলাকা ঘুরে দেখেন তিনি। কথা বলেন বন্যা দুর্গত সাধারণ মানুষের সঙ্গেও।


পাশাপাশি সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি। শুধু তাই নয় জল ছাড়া প্রসঙ্গে তিনি তোপ দাগেন ডিভিসি কর্তৃপক্ষকেও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code