আরও একটি পদক নিশ্চিত ভারতের, কুস্তিতে দ্বিতীয় ভারতীয় হিসেবে ফাইনালে উঠলেন রবী কুমার
আরও একটি পদক নিশ্চিত ভারতের। টোকিয়ো অলিম্পিক্সে কুস্তির সেমিফাইনালে জয় লাভ করে ভারতের রবি কুমার পৌঁছান ফাইনালে।
কুস্তির ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে কাজাকাস্তানের নুরিসালাম সানায়েভকে অনেকটা পিছনে থেকেও হারিয়ে রবী অন্তত একটা রুপো নিশ্চিত করলেন। সেমিফাইনালে ফাইনালে রবী কুমারকে খেলতে হবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উজবেকিস্তানের কুস্তিগীর জাভুর উগুয়েভের বিরুদ্ধে।
মহিলাদের বক্সিংয়ের লভলিনার ব্রোঞ্জের পর এবার কুস্তিতে ফাইনালে উঠলেন রবী কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)।
অলিম্পিকের ইতিহাসে কুস্তিতে দ্বিতীয় ভারতীয় হিসেবে ফাইনালে উঠলেন রবী কুমার দাহিয়া। এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে কুস্তিতে ফাইনালে উঠে রুপো জিতেছিলেন সুশীল কুমার। ২০১৬ রিও অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন সাক্ষী মালিক। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক কুস্তিতে পদক জেতেন কেডি যাদব (১৯৫২ অলিম্পিকে)। ২০০৮ থেকে ২০২০-টানা চারটে অলিম্পিকে কুস্তি থেকে ভারত পদক জিতল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊