HS RESULT: উচ্চ মাধ‍্যমিকেও সকলেই পাশ, ঘোষনা সংসদের

HS RESULT: উচ্চ মাধ‍্যমিকেও সকলেই পাশ, ঘোষনা সংসদের

college girl



মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকও প্রায় সবাই পাস। উচ্চমাধ্যমিকে প্রায় ১০০% পড়ুয়াই পাস এমনটাই ঘোষনা করলো সংসদ। ২২ জুলাই উচ্চমাধ্যমিকে পাসের হার ছিল ৯৭.৬৯%। আবেদনের ভিত্তিতে প্রায় ১৮ হাজার অকৃতকার্য পড়ুয়া পাস। এরপরেও থাকছে রেজাল্ট রিভিউয়ের আবেদনের সুযোগ, খবর সংসদ সূত্রে।



সোমবার দুপুরে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে সংসদ সভানেত্রী মহুয়া দাস ১০০ শতাংশ উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। মহুয়া দাস বলেন, ‘‘আমাদের সরকার মানবিক। তাই কোভিড পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের পাশ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’



উচ্চ মাধ‍্যমিকের রেজাল্ট ঘোষনার পর রাজ‍্য জুড়ে বিক্ষোভ - আন্দোলনে নামে পরীক্ষার্থীদের একাংশ। পরীক্ষা না হলেও প্রায় ১৮০০০ পরীক্ষার্থী ফেল করায় উত্তপ্ত হয়ে রাজ‍্য। এই পরিস্থিতিতে সংসদ সভাপতি মহুয়া দাসের পদত‍্যাগের দাবি ওঠে। অবশেষে এদিন সকলকে পাশ করানোর ঘোষনা করল সংসদ। 



পড়ুয়াদের তরফে মূল্যায়ন পদ্ধতি নিয়ে এত দিন যে যে অভিযোগ উঠে আসছিল, তা খারিজ করে মহুয়া বলেন, ‘‘বিজ্ঞান বিভাগের পাশ নম্বর ২১। কলা বিভাগের ২৪। কিন্তু অনেক পড়ুয়ার প্রাপ্ত নম্বর এক সংখ্যাও পেরোয়নি। প্র্যাকটিক্যালে শূন্য পেয়েছেন অনেকেই। স্বাভাবিক ভাবেই মূল্যায়ন করতে গিয়ে পাশ করানো যায়নি তাঁদের।’’


তিনি আরো অভিযোগ করেন, অভিযোগ করেন, পরীক্ষার ফর্ম ফিলআপ করেননি, অথচ বিক্ষোভে নেমেছেন, এমন পড়ুয়াও আছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ