Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডাবের জল ও আনারসের রস খেলেই সেড়ে যাচ্ছে করোনা-রীতিমত চাঞ্চল্য

ডাবের জল ও আনারসের রস খেলেই সেড়ে যাচ্ছে করোনা-রীতিমত চাঞ্চল্য

ডাব আর আনারস



সারা বিশ্ব যখন করোনা নিয়ে চিন্তিত ডাক্তাররা তখন ডাবের জল ও আনারসের রস খেলেই সেরে যাচ্ছে করোনা।পাশাপাশি কোন মাস্ক পড়ার দরকার নেই বলে দাবি করেছেন ভারত জাগরণ আন্দোলনের জলপাইগুড়ির দুই যোদ্ধা প্রেম উপাধ‍্যায় ও মানিক চন্দ্র।


এই খবরে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়িতে। যারা ডাক্তার বিশ্বরুপ রায় চৌধুরীর শীষ্য বলে দাবি করেছেন।


কয়েক শো করোনা রোগীকে বিনামূল্যে ডাবের জল আনারসের রস,তুলসী পাতা ইত্যাদি প্রাকৃতিক জিনিস খাইয়ে তিন থেকে ছয়দিনে করোনা কমিয়ে দিয়েছেন এবং পুরোপুরি সুস্থ হয়েছেন বলেও দাবী করেছেন।


এর প্রমান অবশ্য দিয়েছেন অনেক করোনা আক্রান্ত পরিবারের সদস্যরা।


তবে এইবিষয়টিকে একেবারেই ভিত্তিহীন বলেই দাবি করেছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রমেন্দ্র নাম প্রমানিক। তিনি আরও বলেন এই ধরনের কোন যুক্তি নেই যে ডাবের জল ও আনারস খেয়ে করোনা কমে। তিনি বলেন সরকারি আদেশ যেগুলো আছে অর্থাৎ মাস্ক ও স‍্যানেটাইজ অবশ্যই সকলকে ব‍্যবহার করতে হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code