সোনু সুদ লঞ্চ করলেন ট্র্যাভেল ইউনিয়ন, ছোট ব্যবসার মালিকদের সাহায্য করার জন্য ভারতের প্রথম গ্রামীণ B2B ট্র্যাভেল টেক প্ল্যাটফর্ম


Sonu Sood launches Travel Union





ট্র্যাভেল ইউনিয়ন গ্রামীণ ভারতে এক অগ্রগণ্য ট্র্যাভেল এজেন্ট ব্যবসায়ী গোষ্ঠী তৈরি করবে এবং তার ডিজিটাল ক্ষমতায়ন করবে ভারতের ১ বিলিয়ন মানুষকে পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে



মুম্বাই, আগস্ট ৬, ২০২১: আজ লঞ্চ হল ট্র্যাভেল ইউনিয়ন, ভারতের প্রথম গ্রামীণ B2B ট্র্যাভেল টেক প্ল্যাটফর্ম। সোনু সুদের উদ্যোগ এই ট্র্যাভেল ইউনিয়ন প্রত্যেক জেলা, ব্লক ও পঞ্চায়েত স্তরের গ্রামীণ ক্রেতার যাত্রার প্রয়োজন মেটানোর জন্য ট্র্যাভেল ইউনিয়নের সদস্যদের (অর্থাৎ ট্র্যাভেল এজেন্টদের) একটা প্ল্যাটফর্ম জুগিয়ে ভ্রমণ পরিষেবার গণতন্ত্রীকরণ করবে। কোনো বিনিয়োগ ছাড়াই গ্রামীণ ভারতে এক অগ্রগণ্য ট্র্যাভেল এজেন্ট ব্যবসায়ী গোষ্ঠী তৈরি করা ও তার ডিজিটাল ক্ষমতায়নের উদ্দেশ্যে তৈরি ট্র্যাভেল ইউনিয়নের লক্ষ্য বৃহত্তম গ্রামীণ ডিজিটাল ভ্রমণ পরিষেবা প্ল্যাটফর্ম হয়ে ওঠা, যা ভারতের ১ বিলিয়ন মানুষকে পরিষেবা দেবে।



গ্রামীণ স্তরে ভ্রমণ ক্ষেত্র মোটের উপর অসংগঠিত। এই ক্ষেত্রের কোনো শক্তিই ভারতের টিয়ার টু শহর ও গ্রামগুলোর প্রয়োজনের দিকে নজর দেয় না। ট্র্যাভেল ইউনিয়ন গ্রামীণ ট্র্যাভেল এজেন্ট, ছোট ব্যবসায়ী এবং উদ্যোগগুলোর, অর্থাৎ যাদের ট্র্যাভেল ইউনিয়ন মেম্বার বলা হচ্ছে তাদের, একাধিক না মেটা প্রয়োজন মেটায়। এর মধ্যে প্রাথমিকটা হল গ্রামীণ ভ্রমণকে কেন্দ্রে রেখে ডিজাইন করা ট্র্যাভেল টেক প্ল্যাটফর্মের অভাব।



এই প্ল্যাটফর্ম ভ্রমণের কোনো একটা প্রয়োজনের জন্যে উপলব্ধ মূল্যের সমস্ত বিকল্প এক জায়গায় জড়ো করে এবং ট্র্যাভেল ইউনিয়ন মেম্বাররা সবচেয়ে কম যে মূল্য তাঁদের ক্রেতাদের দিতে পারেন তা দেখায়। এর মাধ্যমে অনলাইন বাতিল করা এবং টাকা ফেরতের ব্যবস্থাও করা যায়, ফলে সাধারণত ক্রেতাদের যে দীর্ঘ অপেক্ষা সহ্য করতে হয় তা এড়ানো যায়। সদস্যরা বেশি মার্জিন আয় করার সুবিধা পান, কারণ একাধিক পরিষেবা সঙ্গীর মাধ্যমে সরাসরি বুকিংয়ের বিকল্প পাওয়া যায়। ট্র্যাভেল ইউনিয়ন সরাসরি এয়ারলাইন্স, রেলওয়ে, হোটেল, ট্রিপ, পাইকারি বিক্রেতা এবং অ্যাগ্রিগেটরদের থেকে সেরা তালিকা, প্রতিযোগিতামূলক মূল্য এবং সর্বাধুনিক প্রযুক্তি জোগায়। এটা হল অ্যাপ আর ওয়েব পোর্টালের মাধ্যমে ভারতের সমস্ত পিছিয়ে পড়া এলাকার ট্র্যাভেল এজেন্টদের জন্য একটা ওয়ান-স্টপ শপ। অর্থাৎ এটাই গ্রামীণ ক্রেতাদের প্রয়োজন মেটানোর মত প্রথম সুপার-অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম আই আর সি টি সি-র মাধ্যমে ভারতে চলাচলকারী সমস্ত ট্রেন, ৫০০-র বেশি ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান, ১০০০০+ বাস অপারেটর এবং ১০ লক্ষ+ হোটেলকে এর সদস্য এবং ক্রেতাদের নাগালে এনে দেবে।



ট্র্যাভেল ইউনিয়ন বর্তমানের ট্র্যাভেল এজেন্টদের আয় ও বৃদ্ধির সুযোগ বাড়িয়ে দেবে, ছোট ব্যবসায়ীদের একটা অতিরিক্ত এবং স্থিতিশীল আয় জোগাবে, উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগীদের নতুন ব্যবসার সুযোগ দেবে এবং গ্রামীণ ক্রেতাদের সাহায্য করতে নির্ভরযোগ্য ট্র্যাভেল ইউনিয়ন মেম্বারদের (অর্থাৎ ট্র্যাভেল এজেন্টদের) একটা নেটওয়ার্ক গড়ে তুলবে।



ট্র্যাভেল ইউনিয়ন মেম্বার হওয়ার জন্য এক টাকাও বিনিয়োগ করতে হবে না এবং সদস্য হওয়ার পরেও কোন নিয়মিত খরচ নেই, ফলে সদস্য হওয়ার মানদণ্ড বেশ নীচু। তাছাড়া এখানে আই আর সি টি সি এজেন্ট আই ডি কেনার খরচও সবচেয়ে কম। উপরন্তু সেই খরচও কিছুটা সময় ধরে সফল লেনদেন হলে





ফেরত পাওয়া যায়, ফলে কার্যত আই ডি-টা বিনামূল্যের হয়ে দাঁড়ায়। এটা এই শিল্পক্ষেত্রের প্রথম সুযোগ, যা ট্র্যাভেল ইউনিয়ন মেম্বাররা পাচ্ছেন।



এই লঞ্চ উপলক্ষে সোনু সুদ বলেন, “লকডাউনের সময় গ্রামাঞ্চলের ভারতীয়দের কোথাও যাতায়াতের জন্য কীরকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তা আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, আর ছোট ব্যবসায়ীদের কষ্টও দেখেছি। আলাদা করে ভারতের প্রয়োজন মেটানোর মত এবং গ্রামীণ নাগরিকদের ডিজিটাল প্রয়োজন মেটানোর উপযুক্ত কিছুর অভাব আমি ভুলতে পারিনি। সত্যি কথা বলতে এই মুহূর্তে গ্রামীণ ক্রেতাদের আগে থেকে ভ্রমণের পরিকল্পনা করার কোনো উপায় নেই। বিভিন্ন ধরণের ভ্রমণের জন্য তাঁদের একাধিক অপারেটরের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। আমি ট্র্যাভেল ইউনিয়নের কল্পনা করলাম ভ্রমণের সমস্ত বাধা দূর করার জন্য এবং এ দেশের কেউ ভ্রমণ শিল্পে কেরিয়ার শুরু করতে চাইলে, তাকে উদ্যোগী হওয়ার সুযোগ দেওয়ার জন্য। ট্র্যাভেল ইউনিয়ন হল গ্রামীণ ট্র্যাভেল এজেন্টদের জন্য এক B2B ট্র্যাভেল টেক প্ল্যাটফর্ম। এটা গুরুত্বপূর্ণ উদ্যোগ, কারণ এর মাধ্যমে তাঁরা নিজের এলাকার মানুষকে ভ্রমণের সেরা সুযোগগুলো দেওয়ার ক্ষমতা পাবেন। যাঁরা ইতিমধ্যেই গ্রামীণ উদ্যোগী, তাঁদের জন্য এটা একটা অতিরিক্ত আয় হতে পারে অথবা যাঁরা উদ্যোগী হতে চান, তাঁদের প্রথম পদক্ষেপ হতে পারে। যদিও আমি ইতিমধ্যেই ভারতীয় যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছি, ভারতের পিছিয়ে পড়া এলাকাগুলোতে স্বনিযুক্তির সুযোগ তৈরি করার আমার স্বপ্নকে সফল করবে ট্র্যাভেল ইউনিয়ন। ফলে গ্রামের যুবক-যুবতীরা নিজেদের স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটাতে পারবে, শহরে চলে যাওয়ার দরকার পড়বে না। ট্র্যাভেল ইউনিয়নের মাধ্যমে আমরা ভারতের গ্রামীণ নাগরিকদের স্বনির্ভর করে তোলার পথে এবং এক সত্যিকারের ডিজিটাল ভারত গড়ে তোলার পথে এক বিরাট পদক্ষেপ নিচ্ছি।”



সোনু আরও বলেন “এই সুপার অ্যাগ্রিগেটর অ্যাপ হল ভ্রমণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ। এর মাধ্যমে একাধিক প্ল্যাটফর্মের প্রয়োজন দূর করে ফেলা যায়, ফলে এক জায়গাতেই ৩৬০° ভ্রমণ সমস্যার সমাধান পাওয়া যায়। এটা প্রথম এবং একমাত্র ভারতীয় প্ল্যাটফর্ম, যা ডিজাইন করা হয়েছে গ্রামীণ ট্র্যাভেল এজেন্টদের একটা লাভজনক ও সফল ব্যবসায়িক উদ্যোগ লঞ্চ করতে সাহায্য করার জন্য।”



ট্র্যাভেল ইউনিয়ন এই মুহূর্তে ইংরেজি ও হিন্দিতে পাওয়া যাচ্ছে। শিগগির আরও ১১টা ভারতীয় ভাষায় লঞ্চ করা হবে। এই প্ল্যাটফর্মের নতুন ও আসন্ন পরিষেবাগুলোর মধ্যে আছে ঘরোয়া ও আন্তর্জাতিক ছুটির প্যাকেজ, ভিসা পরিষেবা, মুদ্রা বিনিময় পরিষেবা এবং ট্র্যাভেল/লাগেজ অ্যাক্সেসরিজ।



ট্র্যাভেল ইউনিয়ন অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে গুগল প্লে স্টোর থেকে- app link




About Travel Union

Travel Union is India’s first travel-tech startup built with rural travel agents at the core. It is an initiative by actor and philanthropist, Sonu Sood aiming to build a thriving community of travel agents. As a one-stop super-aggregator platform, Travel Union provides the best and cheapest in travel offerings from direct airlines, railways, hotels, trips, wholesalers and aggregators through an app. It also allows for instant cancellations and refunds, eliminating the long wait customers usually have to endure.



For more information, visit website