আর ২ সপ্তাহের লকডাউন, সেপ্টেম্বরে খুলবে বিদ্যালয় নবম এবং দ্বাদশ কে নিয়ে
তামিল নাডু সরকার রাজ্যে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করলো আরও দুই সপ্তাহ। আগামী ২৩ আগস্ট পর্যন্ত রাজ্যে বলবৎ থাকবে লকডাউন।
১ সেপ্টেম্বর থেকে ৫০ শতাংশ ছাত্র নিয়ে খুলবে বিদ্যালয়। তবে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রদের নিয়েই হবে ক্লাস।
আজ বিজ্ঞপ্তি জারি করে আরও জানানো হয়েছে শুক্রবার, শনিবার এবং রবিবার সমস্ত মন্দির মসজিদ বন্ধ থাকবে।
TamilNadu Government extended the lockdown till august 23. Schools open on the Sept 1st with 50% capacity for 9-12th grade students. Public worship is prohibited at all places of worship on Fridays, Saturdays and Sundays.
தமிழ்நாடு சென்னை நேரடி புதுப்பிப்புகள்: பூட்டுதல் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது, செப்டம்பர் 1 முதல் IX-XII வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊