Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিকাশ ভবনের সামনে শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টায় সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি অধীরের

বিকাশ ভবনের সামনে শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টায় সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি অধীরের 




বাংলার মুখ্যমন্ত্রীকে বলব- বিকাশ ভবনের সামনে শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টা সারা বাংলাকে লজ্জিত ও কলঙ্কিত করছে। আপনার সরাসরি হস্তক্ষেপ দাবি করছি বিষয়টি দেখার জন্য ও সমাধানের জন্য। ফেসবুক পোস্টে আবেদন কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। 


বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে গতকাল শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টা। বিক্ষোভ-প্রতিবাদের মাঝে হঠাৎই ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা’ ৫ শিক্ষিকার। যে পাঁচ শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, তারা সকলেই পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্য। বদলি সহ একাধিক দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন শিক্ষক ঐক্য মঞ্চের সদস্য। 


শিক্ষকদের বেতন বৈষম্য, বদলি সহ একাধিক দাবিতে কখনও নবান্নে, কখনও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে তো কোনওদিন বিকাশ ভবনের সামনে একাধিকবার বিক্ষোভ-প্রতিবাদ দেখাচ্ছিলেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। তাঁদের অভিযোগ, বিক্ষোভ-প্রতিবাদে সামিল হওয়ায় তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে। অভিযোগ, দক্ষিণবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষকদের উত্তরবঙ্গে বদলি করে দেওয়া হয়েছে। তাদের দাবি, রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল চালুর পর থেকে বদলির যে সমস্ত সমস্যা বেড়েছে।


জানা যাচ্ছে ইতিমধ্যে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। 


বিকাশ ভবনের সামনে শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টার ঘটনায় এবার সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিন ফেসবুকে এই ঘটনার কথা উল্লেখ করে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান। পাশাপাশি এই ঘটনা বাংলাকে লজ্জিত ও কলঙ্কিত করছে বলে দাবি করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code