Latest News

6/recent/ticker-posts

Ad Code

দশমের ফলের ভিত্তিতে একাদশের ফল প্রকাশের সিদ্ধান্ত সংসদের

দশমের ফলের ভিত্তিতে একাদশের ফল প্রকাশের সিদ্ধান্ত সংসদের 






করোনা সংক্রমণের জের মাধ‍্যমিক-উচ্চ মাধ‍্যমিকের মতো বাতিল হয়েছে একাদশ শ্রেণির পরীক্ষাও। বিকল্প পদ্ধতিতে মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার ফলাফল ঘোষনা করেছে পর্ষদ ও সংসদ। এদিকে একাদশ শ্রেণির পড়ুয়ারা স্কলারশিপে আবেদন করবে কোন ফলের ভিত্তিতে কোন রেজাল্ট দিয়ে তা নিয়ে চিন্তিত পড়ুয়ারা। ফলে এবার সেই চিন্তা দূর করে দশমের ফলের ভিত্তিতে একাদশ শ্রেণির ফল ঘোষনার সিদ্ধান্ত নিয়েছে সংসদ।




উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার মাধ্যমিকের ফলাফলকে একাদশের ফলাফল হিসাবে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হলে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক পড়ুয়াই। তাঁদের মতে, মাধ্যমিক ও একাদশ–দ্বাদশের মূল্যায়ণ ও নম্বর বন্টনের মধ্যে অনেকটাই ফারাক রয়েছে। তাহলে কীভাবে মাধ্যমিকের ফলাফলকে একাদশ শ্রেণির ফলাফল হিসাবে গণ্য করা যাবে।




সূত্রের খবর, এর সমাধানের চেষ্টা করেছে সংসদ। মাধ্যমিকে সর্বোচ্চ প্রাপ্ত ৪টি বিষয়ের নম্বর একত্রে এনে তার ৭০ শতাংশ নম্বরের হার একাদশের প্রাপ্ত নম্বর হিসাবে গণ্য করা হতে পারে। যা একটি নজিরবিহীন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে‌। সংসদের হিসেবে, একাদশ শ্রেণি পাশ করা ছাত্রছাত্রীদের যাতে স্কলারশিপ পেতে কোনো অসুবিধা না হয় সেদিক চিন্তা করেই এই সিদ্ধান্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code