আপনার Ration Card এর সব সমস্যার সমাধান !
মূলত ১৬ আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচী। আর এই কর্মসূচীতে আপনার রেশন কার্ডের সব ধরণের সমাধান করে নিতে পারবেন। নীচে দেওয়া কোন সমস্যা রয়েছে আপনার তা দেখে নির্দিষ্ট ফর্ম ডাওনলোড করে আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে সঠিক নথি সহ জমা করুন।
১. ফর্ম -৩ : বাড়িতে কারো ডিজিটাল রেশন কার্ড না থাকলে নতুন রেশন কার্ডের আবেদন করতে।
প্রয়োজনীয় নথি:- সকল সদস্যদের আঁধার কার্ড এর জেরক্স।( ৫ বছরের নিচে বয়স হলে বার্থ সার্টিফিকেট)
ফর্ম ডাউনলোড করুন Link Click Here
নথি : বাড়ির প্রধানের রেশন কার্ড ও সকল সদস্যের আধার কার্ডের জেরক্স।
৩. ফর্ম -৫: রেশন কার্ডের তথ্য সংশোধন ।Link Click Here
নথি : আধার কার্ডের জেরক্স ও বাড়ির সকল সদস্যের আধার কার্ডের জেরক্স।
৫. ফর্ম -৭ : মৃত্যুর কারণে রেশন কার্ড সারেন্ডার।Link Click Here
নথি : ডেথ সার্টিফিকেট এর জেরক্স ও রেশন কার্ডের জেরক্স।
নথি : ডেথ সার্টিফিকেট এর জেরক্স ও রেশন কার্ডের জেরক্স।
৭. ফর্ম ৯: কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে।Link Click Here
নথি : সকল সদস্যদের আধার কার্ডের জেরক্স ও GD কপি।
নথি : সকল সদস্যদের আধার কার্ডের জেরক্স ও GD কপি।
৮. ফর্ম ১১: মোবাইল ও আঁধার নম্বর সংযুক্তি করন।Link Click Here
নথি : সকল সদস্যের আধার কার্ডের জেরক্স ও রেশন কার্ডের জেরক্স।
নথি : সকল সদস্যের আধার কার্ডের জেরক্স ও রেশন কার্ডের জেরক্স।
৯. ফর্ম ১৪: বিবাহ সূত্রে নতুন পরিবারে নাম সংযুক্ত করতে। Link Click Here
নথি : রেশন কার্ডের জেরক্স, যে পরিবারে যাবেন বাড়ির প্রধানের রেশন কার্ড ও আধার কার্ডের জেরক্স, বাড়ির সকল সদস্যদের আধার কার্ডের জেরক্স এবং ম্যারেজ সার্টিফিকেট বা আনুষঙ্গিক ডকুমেন্ট।
নথি : রেশন কার্ডের জেরক্স, যে পরিবারে যাবেন বাড়ির প্রধানের রেশন কার্ড ও আধার কার্ডের জেরক্স, বাড়ির সকল সদস্যদের আধার কার্ডের জেরক্স এবং ম্যারেজ সার্টিফিকেট বা আনুষঙ্গিক ডকুমেন্ট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊