নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক

election




রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: নির্বাচন কমিশনারের নির্দেশিকা অনুযায়ী শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তরে অনুষ্ঠিত হলো একটি বিশেষ বৈঠক। আর এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক থেকে প্রত্যেকে তাদের মতামত জানায় নির্বাচন কমিশনের নতুন নিদেশিকার উপর।

আর এদিনের এই বৈঠক শেষে জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অভিজিৎ শেভালে বলেন,আজকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এদিনের বৈঠকে জেলা শাসক ছাড়াও সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে এদিন তিনি জানায়। পাশাপাশি তিনি আরো জানায় আজকের এই বৈঠকে আলোচনা হয় পুরো পশ্চিম বর্ধমান জেলায় ২ হাজার ৪৪৬ টা পোলিং স্টেশন রয়েছে। নির্বাচন কমিশনারের একটি নির্দেশিকা এসেছে। তাতে বলা হয়েছে যেকোনো পোলিং স্টেশনে ১৪০০ থেকে ১৭০০ বেশি ভোটার রয়েছে। সেইরকম সকল পোলিং স্টেশনকে বিশেষ করে দুটি পোলিং স্টেশন করার পরিকল্পনা নিয়েছেন জেলাশাসক।

সব মিলিয়ে জেলা প্রশাসনের কাছে ২২ টি প্রপোজাল এসেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আর এই সকল বিষয় বস্তু নিয়েই অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক।