১১বছরের গোপন প্রেম, অন্তঃসত্ত্বা বোনকে বিয়ে করে পূর্ণতা পেল প্রেম





প্রেম দুই মনের মিলন। দুটি হৃদয়ের মিলনে পূর্ণতা পায় প্রেম। এ আমাদের সবার জানা। তেমনি প্রেম উচ্চ-নীচ, ধনী-দরিদ্র কিছুই বোঝে না এও জানা। সেই প্রেমের টানেই এবার বোনকে বিয়ে করলেন ভাই।





টানা ১১ বছরের গোপন প্রেম অবশেষে পেল পূর্ণতা। MotoGP racer মিগুয়েল অলিভিয়েরা (Miguel Oliveira) ১১ বছর ধরে গোপনে প্রেম করছিলেন তাঁর সৎ বোনের সাথে। সেই সৎ বোনের সঙ্গে শুরু করলেন জীবনের নতুন অধ‍্যায়। বিয়ে করলেন অন্তঃসত্ত্বা বোন আন্দ্রেয়া পিমেন্টা (Andreia Pimenta)-কে।





অলিভিয়েরা তাঁর বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়েকে দেখেই তাঁর প্রেমে পড়ে যান। তৈরী হয় সম্পর্ক। ধীরে ধীরে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। ১১ বছর ধরে সেই ঘনিষ্ঠ প্রেমকে সকলের আড়ালে রেখেছেন তাঁরা। অবশেষে গতবছর বাগদান পর্ব সাড়েন। এর মধ‍্যেই অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন আন্দ্রেয়া। 




মোটো জিপি’র কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কারণে তখন বিয়ে করেননি । অবশেষে গত জুলাইয়ে বিয়ে হয় তাঁদের। শীঘ্রই তাঁদের প্রথম সন্তান আসছে ঘর আলো করতে।





সম্প্রতি সোশ‍্যালে কিছু ছবি শেয়ার করেন অলিভিয়েরা। উচ্ছ্বসিত অলিভিযেরা লেখেন, ‘‘আমরা দু'জনেই খুব খুশি। আমাদের জীবনে নতুন সদস্যের আগমনের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’’