Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজনীতিতে যোগ দিচ্ছেন সোনু সুদ?

রাজনীতিতে যোগ দিচ্ছেন সোনু সুদ?





২০২২ সালের বিএমসি ভোটে (BMC elections 2022) লড়ছেন বলিউড অভিনেতা সোনু সুদ। সম্প্রতি এমনই খবর ছড়তে থাকে সোশ‍্যাল মিডিয়ায়। আর সেই জল্পনার অবসান ঘটালেন সোনু সুদ নিজেই। অভিনেতা তাঁর রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত সমস্ত গুজব খারিজ করে দিয়েছেন।




রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত একটি ট্যুইটের উত্তর দিয়ে জানান, তিনি ভোটে লড়ছেন না। তিনি লেখেন, 'নট ট্রু, আই অ্যাম হ্যাপি অ্যাজ এ কমন ম্যান।' অর্থাৎ, যা রটছে তা সত্য নয়। তিনি সাধারণ নাগরিক হিসেবেই ভাল আছেন বলে জানান সোনু।




সম্প্রতি বেশ কিছু সংবাদ মাধ‍্যম সোনু সুদ, রিতেশ দেশমুখ ও মিলিন্দ সোমনকে বিএমসি ২০২২-র ভোটে চাইছেন বলে খবর প্রকাশ করে। এমনকি কংগ্রেস এনিয়ে খসড়া নথিও তৈরি করেছে বলে জানায় কিন্তু ভোটে যে লড়ছেন না তা সাফ জানিয়েছেন গরিবের মসিহা সোনু সুদ।




করোনা কালে বরাবরই দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাড়িয়ে দেশবাসীর মন জয় করে নিয়েছেন সোনু। আর মানুষের সাহায‍্যে তিনি আছেন তা আর একবার প্রমান করলো তাঁর একটা টুইট। তাঁর এক ভক্তের টুইটের জবাবে তিনি লেখেন, 'কারও সাহায্য করার থেকে বড় কোনও রোল অর্থাৎ কাজ নেই, সেই কাজটা করলেই আপনার থেকে বড় কেউ নেই।'




দাবাং, আর রাজকুমার সহ একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। সোনু সুদকে এরপর অক্ষয় কুমারের 'পৃথ্বীরাজ' ছবিতে দেখা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code