আপনি কি চাকরী খুঁজছেন? প্রতারণার ফাঁদ থেকে সাবধান হোন এখনই
প্রত্যেকের জীবনেরই স্বপ্ন থাকে প্রতিষ্ঠিত হওয়ার। নিজের পায়ে দাঁড়িয়ে ভবিষ্যৎ সুনিশ্চিত করার পাশাপাশি পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চায় প্রতিটি ছেলে-মেয়ে। যত দিন যাচ্ছে চাকরীর বাজার তত কঠিন হচ্ছে। বেকারের সংখ্যা বাড়ছে হু হু করে। উপরি হিসেবে যুক্ত হয়েছে করোনা মহামারী। করোনা ভাইরাসের মারণ কামড়ে মানুষের স্বাভাবিক জীবনযাপনে তাল কেটে গিয়েছে। শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ায় বেকারত্বের অশনিসঙ্কেত দেখতে পাচ্ছেন অনেকেই। এরই সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পেতে সুযোগের সদ্ব্যবহার করে চলেছে কিছু দুর্বৃত্ত।
ভুয়ো চাকরীর বিজ্ঞাপন দেখিয়ে কর্মসংস্থানের জন্য হন্যে হয়ে থাকা বেকার যুবক-যুবতীদের ফাঁদে ফেলছে এই দুর্বৃত্তরা। কখনও প্রয়োজনীয় নথিপত্র হাতিয়ে নিচ্ছে তো কখনও বিপুল অংকের অর্থ লুঠ করছে, যা আপনার অজান্তেই আপনাকে বিপদের মুখে ঠেলে দেবে। এইসব ভুয়ো বিজ্ঞাপন থেকে নিজেকে সতর্ক রাখতে হলে মেনে চলতে হবে কিছু পদ্ধতি।
এ এই সব ভুয়ো প্রতারকদের হাত থেকে বাঁচতে সম্প্রতি Press Information Bureau এর তরফে PIB Fact Check (@PIBFactCheck) ট্যুইট করে কিছু উপায় বলে দিয়েছে। সেগুলি হলোঃ
১) কোনো অজানা প্রতিষ্ঠান বা যেকোনো অযাচিত ইমেইল এর সত্যতা যাচাই নাই সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া যাবে না।
২) যেকোনো সরকারি চাকরীর বিজ্ঞাপনের সত্যতা যাচাই করুন। সরকারি ওয়েবসাইটে গিয়ে সেই চাকরির বিষয়ে খোঁজখবর করে তার বিষয়ে নিশ্চিত হন।
৩) চাকরির বিজ্ঞাপনে উল্লিখিত ওয়েবসাইটটি ভালো করে লক্ষ্য করুন। প্রতিটি সরকারি ওয়েবসাইট সাধারণতঃ "gov.in" বা "nic.in" দিয়ে শেষ হয়।
৪) চাকরি সংক্রান্ত ইমেইল, মেসেজ বা নিয়োগপত্রে বানানগত, ব্যকরণগত অথবা উচ্চারণগত কোনো ভুলত্রুটি আছে কিনা দেখে নিন।
৫) নাম না জানা যেকোনো চাকরীর ক্ষেত্রেই সেই চাকরীর বিষয়ে এবং চাকরী দাতা সংস্থার বিষয়ে সমস্ত তথ্য যাচাই করে নেবেন।


0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊