Latest News

6/recent/ticker-posts

Ad Code

'সারাদেশে খেলা হবে', ঘোষণা মমতার

'সারাদেশে খেলা হবে', ঘোষণা মমতার





২১ জুলাই কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার মাঝে রাজ্যজুড়ে ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালন করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিয়েছিলেন 'রাজ্যে রাজ্যে খেলা হবে'। এদিনের মঞ্চ থেকেই চব্বিশের লোকসভায় তৃণমূল বড় জায়গা নিচ্ছে সেই বার্তা দেন তিনি।



আজ নেতাজী ইনডোর স্টেডিয়ামে মঞ্চের বিভিন্ন দিকে ঘুরে ঘুরে মঞ্চ থেকে ফুটবল ছুড়ে দিয়ে মেজাজে 'খেলা হবে' দিবসের সূচনা করলেন। রাজ্যজুড়ে ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালনের বার্তাও দিলেন তিনি। বঙ্গ ফুটবলের সর্বময় নিয়ামক সংস্থা আইএফএ-র অধীনে থাকা ক্লাবগুলিকে খেলার সাহায্যের জন্য ফুটবল উপহার দেওয়ার মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিলেন তাঁর আগামী রাজনৈতিক লক্ষ্য।



মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'খেলা কিছুটা হয়েছে, আরও হবে। সারা দেশজুড়ে হবে।' এদিন বাঙালির খেলার টান জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ফুটবলের খেলা হবে, ক্রিকেটের খেলা হবে, টেবিল টেনিস খেলা হবে, মোহনবাগানের খেলা হবে, ইস্টবেঙ্গলের খেলা হবে। এরকমভাবে একটা গান বাঁধা দরকার।'



খেলা হবে দিবস পালন করা দরকার কেন সে বিষয়ে মমতার সংযোজন, 'খেলা মানুষের মনে মুক্তির প্লাবন আনে, হাসি ফোটায়। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে হবে।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code