2021-22 Online Admission: পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে ভর্তি হতে কোথায় কীভাবে আবেদন,জেনে নিন

2021-22 Online Admission: পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে ভর্তি হতে কোথায় কীভাবে আবেদন,জেনে নিন  

pbu



এবার ভর্তির পালা। উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে অসন্তুষ্ট থাকলেও ভর্তির জন্য আবেদন শুরু আজ থেকেই। 

পঞ্চান বর্মা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে ভর্তি হতে চাইলে দেখে নিন নিয়মাবলী-

সাম্মানিক বা Honours এর জন্য Eligibility Criteria

১। ৫৫% নাম্বার পেতে হবে এবং নির্দিষ্ট বিষয়ে ৬০% নাম্বার থাকতে হবে।

২। SC/ST ক্যাটাগরিদের জন্য ৪৫% নাম্বার নিয়ে পাস করতে হবে এবং নির্দিষ্ট বিষয়ে ৬০% নাম্বার থাকতে হবে।




কি কি Documents আপলোড করতে হবে-

  • Passort size Color Photo
  • Candidate's Signature
  • 10th Admit Card
  • 12th Marksheet
  • Cast Certificate / PH certificate for Reserved Category

মনে রাখতে হবে- File size is upto 100KB and allowed file types are ",jpg", ".png"

ইতিমধ্যে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে UG তে হিন্দি সাম্মানিকে ভর্তি শুরু হয়েছে। আবেদন জানাতে প্রথমে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। Registration Link

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ