তৃণমূলে প্রত্যাবর্তন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের



একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অনেকেই। কিন্তু তাঁতে ক্ষতি হয়নি তৃণমূলের। বিপুল জয় দিয়ে তৃতীয়বার ক্ষমতা ধরে রেখেছে তৃণমূল। আর তারপরে এবার তৃণমূলে প্রত‍্যাবর্তনের হিড়িক। এবার তৃণমূলে ফিরলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ।




এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) উপস্থিতিতে শাসকদলে যোগ দেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ (Tanmoy Ghosh)। বিজেপিত্যাগী বিধায়কের দাবি, বাংলার সংস্কৃতি বিরোধী কাজ করছে বিজেপি। প্রতিবাদ জানাতেই তাঁর তৃণমূলে যোগদান।




তৃণমূলে ফিরে তন্ময় ঘোষের অভিযোগ, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে তারা বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে।




এর আগে তৃণমূলে থাকাকালীন কাউন্সিলার ছিলেন তিনি। কিন্তু গত ৫ মার্চ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দ্বিতীয় বিজেপি বিধায়ক হিসেবে তৃণমূলে যোগ দিলেন তিনি।