তালেবানদের সাথে যোগ দিতে ভারতে আসতে পারে বাংলাদেশের মৌলবাদী সংগঠনের সদস্য-সতর্ক BSF 

File photo of BSF jawan manning India-Bangladesh border (PTI)
File photo of BSF jawan manning India-Bangladesh border (PTI)



তালেবানে যোগ দিতে ভারতের মাধ্যমে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে এমন কিছু মৌলবাদী সংগঠনের সদস্য- বিএসএফ সতর্ক করলো বাংলাদেশ ।

ঢাকার পুলিশ কমিশনার দাবি করেছেন যে কিছু কট্টরপন্থী যুবক আফগানিস্তানে তালিবানে যোগদানের জন্য ভারতে প্রবেশের চেষ্টা করছে। ভারত থেকে আফগানিস্থানে গিয়ে তালিবানে যোগ দেবে তারা।

বাংলাদেশ থেকে সতর্ক বার্তা পাওয়ার পরেই আরও সতর্ক হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) সৈন্যরা ।

বাংলাদেশের পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, "এই যুবকরা কোনোভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। যদিও আমরা সঠিক সংখ্যা জানি না কারণ এটি আমাদের জানানো হয়নি।"

শফিকুল ইসলামের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি এস এস গুলেরিয়া বলেন, "আমাদের সেনারা সতর্ক অবস্থায় আছে। এখন পর্যন্ত আমরা তালিবানে যোগদানের জন্য ভারতে ঢোকার চেষ্টা করে এমন কোনো যুবককে গ্রেফতার করিনি।"

এসএস গুলেরিয়া আরও বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, দেশের কয়েকজন চরমপন্থী আফগানিস্তানের তালেবানদের দখল নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। এমনকি তালেবানরাও বাংলাদেশি যুবকদের তাদের সাথে যোগ দেওয়ার আবেদন জানিয়েছে।