বেকার যুবকদের কাজের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ বাংলা পক্ষের


bangla pakkhya



রামকৃষ্ণ চ্যাটার্জী: জামুড়িয়া: রাজ্যের অন্যান্য জেলার মতো আসানসোলেরও বহু বেকার যুবকদের হাতে নেই কাজ। অথচ ভিন রাজ্যে থেকে আসা বাসিন্দাদের কাজ দেওয়া হচ্ছে আসানসোল শহরের বহু কারখানায়। আর তার জেরেই বঞ্চিত করা হচ্ছে জামুড়িয়ার স্থানীয় যুবকদের। শনিবার সকালে এই অভিযোগ তুলেই কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালো "বাংলা পক্ষ" নামের এক সংগঠন। পাশাপাশি এদিন তাদের পক্ষ থেকে জামুড়িয়া বোরো অফিস থেকে জামুড়িয়ায় অবস্থিত একটি বেসরকারি কারখানার গেট পর্যন্ত মিছিল করে তারা। শুধু তাই নয় ওই কারখানার সামনে দেখানো হয় বিক্ষোভও।

আর এদিন বাংলার পক্ষের এক সদস্যের দাবি পশ্চিম বাংলার পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া বিধানসভার ইকড়া শিল্পতালুকে প্রচুর কারখানা আছে। আর যেখানে প্রচুর মানুষ জীবিকা নির্বাহ করে বেঁচে আছে। কিন্তু এদিন তাদের অভিযোগ জামুড়িয়ায় এতো কারখানা থাকা সত্ত্বেও জামুড়িয়ার স্থানীয় ছেলেরা কাজ পায়না ওই কারখানা গুলিতে। তারা আরো বলেন বাইরের জেলা বা রাজ্যেরল মানুষদেরকে কাজ দেওয়া হয় ওই কারখানা গুলিতে। মূলত সরকারি ও বেসরকারি সমস্ত চাকরি,বিদ্যালয়, কলেজ,বিশ্ববিদ্যালয়ে অন্তত ৯০% ভুমিপুত্রদের জন্য সংরক্ষণ করা।

সমস্ত সর্বভারতীয় পরীক্ষা বাংলা ভাষায় প্রশ্ন পত্রের দাবি। ব্যাংক, বিমা, ডাকঘর, আয়করসহ সহ সমস্ত সরকারি দপ্তর ও সরকারি ওয়েবসাইটে বাংলা ভাষায় পরিষেবা দেবার দাবি।

ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট গঠন এবং সেনা নিয়োগের সমস্ত পরীক্ষা বাংলা ভাষায় করানোর দাবি। একাধিক দাবিতে এদিন অনুষ্ঠিত হয় বাংলা পক্ষের এই বিক্ষোভ কর্মসূচি।