মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তড়িতাহিত হয়ে মৃত্যু এক যুবকের 




রঞ্জিত, ঘোষ, বাঁকুড়া


বৈদ্যুতিক খুঁটি থেকে মাঠে ছিড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তড়িতাহত হয়ে মৃত্যু হল এক যুবকের । বুধবার রাত্রি ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে মেজিয়ার পার্বতীপুর সংলগ্ন এলাকায় ।

স্থানীয় সূত্রে জানাযায়, বাঁকুড়ার মেজিয়ার পার্বতীপুর গ্রাম সংলগ্ন একটি মাঠে সৌচকর্ম সারতে যান ওই এলাকারই অর্ধগ্রামের বাসিন্দা সঞ্জয় বাউরি নামে এক যুবক। সেই সময় বৈদ্যুতিন তার খুঁটি থেকে ছিন্ন হয়ে

মাঠে পড়ে থাকা বৈদ্যুতিক তারটি তার গায়ে লাগে এবং সে তড়িতাহত হয়। তারপর বিষয়টি স্থানীয়দের নজরে আসায় তড়িঘড়ি তাকে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় মেজিয়া থানার পুলিশ।

তাঁর এই অকাল প্রয়াণে মেজিয়ার অর্ধগ্রাম জুড়ে এখন শোকের ছায়ানেমে এসেছে ।